সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


প্রাক্তন স্ত্রী'র প্রেমিককে কী বললেন হৃতিক?


হৃতিক-সুজানের বিবাহ বিচ্ছেদ হয়েছে বহুদিন। তবুও একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন। সুজানের বর্তমান প্রেমিক আর্সালান গোনির সঙ্গে যে দারুণ বন্ধুত্ব হৃতিকের তা আরও একবার সমাজ মাধ্যমে বুঝিয়ে দিলেন অভিনেতা। আর্সেনালের জন্মদিনে সুজানের পোস্টে হৃতিক মন্তব্য করেছেন। আর সেই মন্তব্যেই তাঁকে 'বন্ধু' বলে অভিহিত করেছেন। যা দেখে নজর কেড়েছে নেটিজেনদের।


একসঙ্গে শাহিদ-করিনা!


বলিউডের তারকাদের সন্তানদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত থাকতে দেখা যায় শাহরুখ থেকে সইফ-করিনাকে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহিদ কাপুর ও স্ত্রী মীরা রাজপুত। সইফ-করিনার পিছনের সারিতে বসেছিলেন তাঁরা। সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে নেটিজেনদের মন্তব্য, শাহিদ-করিনা যেন 'জব উই মেট' ছবির পুনরাবৃত্তি করছে। 


রণবীরকে লম্পট বললেন মুকেশ খান্না!


'রাম'-এর চরিত্রে রণবীর কাপুরকে মানতে নারাজ বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি বলেন, "রণবীর 'অ্যানিম্যাল' করার পর রামের চরিত্র অভিনয় করলে তাতে নেচিবাচক প্রভাব পড়বে। রামের চরিত্রে যে কেউ অভিনয় করুক, তাঁকে দেখলে যেন রামের মুখটা ভেসে ওঠে। রাবণের মতো দেখতে যেন না হয় সে। বাস্তবজীবনে লম্পট, ছ্যাঁচড়া হলে পর্দাতেও সেটাই প্রতিভাত হবে। রামের চরিত্রে অভিনয় করতে হলে পার্টি করা, মদ খাওয়া সব বন্ধ করতে হবে। নির্মাতাদের কাস্টিংয়ের বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।"