যতটা গর্জায়, ততটা বর্ষায়নি। বিশাল বাজেট নিয়ে তৈরি হলেও বক্স অফিসে বিশেষ ছাপ রাখতে পারেনি অগাস্টে মুক্তি পাওয়া হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’। ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। সম্প্রতি দুর্গাপুজোর সময় হৃত্বিক এবং অয়নকে একসঙ্গে দেখা যায়। তারপরেই ছবির ব্যর্থতার জন্য নেটিজেনরা অয়নকে ট্রোল করতে শুরু করেন।

তবে শুক্রবার হৃত্বিক ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি ‘ওয়ার ২’এ তাঁর চরিত্র কবীর এবং ছবির প্রসঙ্গে কথা বলেন। হৃত্বিক পোস্টে ছবির সেটের কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘কবীরের চরিত্রটি করতে খুব মজা হয়েছে। অভিজ্ঞতাটি খুব আরামদায়ক ছিল, কারণ চরিত্রটিকে ভালভাবে চিনি। সব কিছু সহজ ছিল। অবশেষে এমন একটি সিনেমা যেখানে আমি অনেকের মতো সরলভাবে অভিনয় করতে পারলাম, অভিনেতা হিসাবে আমার কাজ করলাম এবং বাড়ি ফিরলাম। আমার পরিচালক অয়ন আমাকে খুব যত্নসহকারে দেখাশোনা করেছেন। তার এনার্জি সেটে অনুভব করা সত্যিই আনন্দের।’

তিনি আরও লিখেছেন, ‘সব কিছু যেন পুরোপুরি নিখুঁত লাগছিল। মনে হচ্ছিল, এটাই হওয়া উচিত। একেবারে নিশ্চিত। কোনও চিন্তা নেই, শুধু আমার কাজ ঠিকভাবে করতে হবে। আর সেটিই আমি করেছি। কিন্তু সেই আত্মবিশ্বাসের পিছনে কিছু একটা লুকিয়ে ছিল। একটা কণ্ঠ, যা আমি বারবার নাকচ করছিলাম—‘এটা তো অনেক সহজ… আমি এটা খুব ভালভাবে জানি।’ আরেকটি কণ্ঠ বলছিল, ‘তুমি এটি পাওয়ার যোগ্য, প্রতিটি সিনেমা যন্ত্রণার, টানাপোড়েনের এবং মুহূর্তের সত্য খুঁজে বার করার মতো ধারাবাহিক কষ্টের হতে হবে না। আরাম করো।’'

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Hrithik Roshan (@hrithikroshan)