সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
পায়ে গুরুতর চোট হৃতিকের
২০১৯-এ মুক্তি পাওয়া 'ওয়ার'-এর সিক্যুয়েল আসছে। ইতিমধ্যেই শুরু হয়েছে 'ওয়ার ২'-এর প্রস্তুতি। ছবিতে হৃতিক রোশনের সঙ্গে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। জানা যাচ্ছে, ছবির একটি গানের দৃশ্যের প্রস্তুতির সময় পায়ে চোট লাগে হৃতিকের। অভিনেতার পায়ের অবস্থা গুরুতর হওয়ার জন্য শুটিং পিছিয়েছে। খবর, মে মাসে আবার শুরু হবে 'ওয়ার ২'-এর কাজ।
নাগার দেওয়া আংটি কী করলেন সামান্থা?
নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর এখন নিজেকে সামলে নিয়েছেন সামান্থা। এদিকে শোনা যাচ্ছে, তাঁর নতুন প্রেমের গুঞ্জনও। কিছুদিন আগেই জানা গিয়েছিল নিজের বিয়ের পোশাকটি রূপান্তরিত করেছেন সামান্থা। এবার জানা যাচ্ছে, বাগদানের সময় নাগার দেওয়া আংটিটি লকেট হিসাবে ব্যবহার করছেন তিনি। বেশকিছু অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখাও গিয়েছে ওই লকেটটি পরতে।
আইনি জটে শাহরুখ!
শাহরুখ খানের মন্নত পুনর্নির্মাণ চলছে। তাই পরিবারের সঙ্গে বাড়ি ছেড়েছেন 'কিং খান'। এই মুহূর্তে আছেন তাঁর অন্য একটি আবাসনে। কিন্তু মন্নতের কাজে হঠাৎ বাধা পড়ল। আইনি জটে পড়লেন শাহরুখ! জানা যাচ্ছে, মন্নতকে ভারত সরকার 'ঐতিহ্যবাহী' তকমা দিয়েছে। তাই এর পুনর্নির্মাণের জন্য সরকারি অনুমতি লাগবে। তাই এই মুহূর্তে বন্ধ রয়েছে কাজ।
