সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন নামটাই যথেষ্ট—অভিনয়, লুকস, আর নাচে যিনি কিংবদন্তি। তাঁর নাচ যেন গলে যাওয়া মাখনের মতো মসৃণ। একবার তিনি পা মেলালেই পর্দা থেকে দর্শকের হৃদয়ে ধরে আগুন। আর এবার সেই আগুনে ঘি ঢাললেন ইন্ডাস্ট্রির নতুন ক্রাশ তৃপ্তি দিমরি!

 

একটি নতুন ভাইরাল ভিডিওতে হৃতিক ও তৃপ্তিকে একসঙ্গে নাচতে দেখা গেল। প্রথমে হৃতিক একাই নাচছেন, এরপর ফ্রেমে ঢোকেন তৃপ্তি। দু’জনে কিছু ধামাকা স্টেপ শেয়ার করার পর হৃতিক সরে যান ক্যামেরা থেকে, আর তখনই স্ক্রিনে একা রয়ে যান তৃপ্তি, তার নাচের ভঙ্গি আর মিষ্টি হাসিতে মন কাড়ে দর্শকের।ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু এই “ফ্রেশ জুটি” যেন বলছে—আরও কিছু আসছে! তবে প্রশ্ন উঠছে—এটা কি কেবল একটা অ্যাড শুট? নাকি কোনও আসন্ন সিনেমার ইঙ্গিত?

 

নেটিজেনদের প্রতিক্রিয়ায়া ভালবাসা যেমন উছলে পড়েছে, তেমনই কটাক্ষের বন্যাও! ভক্তদের একাংশ উচ্ছ্বসিত—“হৃতিক আর তৃপ্তি একসঙ্গে! এটা কি শুধু কেমিস্ট্রি, না ম্যাজিক তৈরি হচ্ছে? ” “বর্তমান প্রজন্মের দুই সেরা ড্যান্সার একসঙ্গে! ফ্রেমটাই আগুন!”

 

কিন্তু অন্যদিকে ট্রোলের তীর ছুটে এসেছে তৃপ্তির দিকে— “তৃপ্তিকে খুব ভালবাসি, কিন্তু ও যখন নাচে তখন আমি একটু ভয় পাই…”, “বলিউডের সেরা আর সবচেয়ে খারাপ ড্যান্সার এক ফ্রেমে! সাহসের পরিচয় বটে!”, “‘মেরে মেহেবুব’-এর পর আবারও সেই একই স্পেল!

 

আরও পড়ুন: শাহরুখের মাথায় ভেঙে পড়ল কাচ, মুখ ভেসে যাচ্ছে রক্তে! এখন কেমন আছেন ‘বাদশা’?

তৃপ্তির আগের ছবি ‘ভিকি বিদ্যা কী ওহ ওয়ালা ভিডিও’-এর গান ‘মেরে মেহেবুব’ মুক্তির সময়ও ঠিক এমনভাবেই তাঁর নাচ নিয়ে ঠাট্টা-তামাশা শুরু হয়েছিল। নেটপাড়া কতটা নির্মম হতে পারে, সেটা আবারও প্রমাণিত।  তবে এটা যদি কোনও সিনেমার আগাম ঝলক হয়, তাহলে হৃতিক-তৃপ্তি জুটি বলিউডে আনতে চলেছে এক নতুন জোয়ার! আপাতত এই ক্লিপ নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। একদিকে প্রশংসা, অন্যদিকে কড়া সমালোচনা—সব মিলিয়ে এই জুটিকে ঘিরে আছে চূড়ান্ত কৌতূহল।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Triptii Dimri (@tripti_dimri)