সংবাদ সংস্থা মুম্বই: গত বছরেই ঘোষণা করা হয়েছিল ২০২৫ সালে ভারতে আসছে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’। সেই মতো কনসার্ট করতে এদেশে এসেছে ব্রিটিশ ব্র্যান্ড 'কোল্ডপ্লে'। শনি,রবি, সোম, মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পরপর ৩দিন রয়েছে 'কোল্ডপ্লে' কনসার্ট। শনিবারের পর রবিবারও সেই কনসার্টে উপচে পড়েছিল ভিড়।  এদেশে কনসার্ট করতে এসে এখানকার অনুরাগীদের মন জয় করে নিয়েছেন কোল্ডপ্লে-র গায়ক ক্রিস মার্টিন। মুম্বইবাসীকে চমকে ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলতেও দেখা গিয়েছিল ক্রিস মার্টিনকে। তাঁর সেই ভিডিয়ো ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাঁকে বলতে শোনা যায়, ‘শুভ সন্ধ্যা সবাইকে। আপ সবকা বহোত সোয়াগত হ্যায়। মুম্বই মে আ কর হমে বহত খুশি হো রহি হ্যায়।" অনুষ্ঠানে নজর কেড়েছে ক্রিসের আরও একটি বিষয়। অগুনতি ভক্তদের মধ্যে এক যুবককে ডেকে তাঁর সঙ্গে মঞ্চে গান গাইলেন তিনি। তবে চমক এখানেই শেষ নয়। নীহার চিটনিস নামের বেঙ্গালুরুর ওই যুবক জানিয়েছেন, তিনি একটি পরিকল্পনা ফেঁদে রেখেছিলেন, নির্দিষ্ট একটি পদ্ধতি অনুসরণ করে। যার ফলে তাঁকে মঞ্চে ডেকে নেওয়া ছাড়া উপায় ছিল না ক্রিসের!  কী সেই গোপন রহস্য? এবার নিজেই ফাঁস করলেন নীহার । 


নীহার জানান, তিনি অনেকদিন ধরেই কোল্ডপ্লে -এর লাইভ কনসার্টের বিভিন্ন খুঁটিনাটি বিষয় একমনে লক্ষ্য করেছেন। তিনি দেখেছেন ক্রিস প্রায়শই কনসার্টে নিজের কোনও না কোনও ভক্তে মঞ্চে ডেকে তাঁর সঙ্গে পারফর্ম করেন। এবং ক্রিস পারফরম্যান্সের জন্য বেছে নেন 'আপ  অ্যান্ড আপ', 'ম্যাজিক' এবং 'এভারগ্লো'-র মধ্যে যেকোনও একটি গান। নীহার এরপর জানান, ভারতের কনসার্টে 'এভারগ্লো' আগেই গেয়ে ফেলেছেন ক্রিস। তাই বাকি দু'টি গানের মধ্যে একটিতে কোনও ভক্তের সঙ্গে তাঁর পারফরম্যান্সের খুব সম্ভাবনা ছিল। তা হিসাব করেই একটি  বড় পোস্টার নিয়ে এসেছিলেন তিনি, যাতে বড় বড় হরফে লেখা ছিল -"ক্রিস তুমি আর আমি কি একসঙ্গে ম্যাজিক গাইতে পারি?" কনসার্টের আগের রাতে স্টেডিয়ামে হাজির হয়ে গিয়েছিলেন নীহার। একেবারে মঞ্চের সামনে ঠায় দাঁড়িয়ে ছিলেন। জায়গা ছেড়ে নড়েননি একচুলও, যাতে কনসার্টের সময় ক্রিস তাঁকে একেবারে সামনে থেকে দেখতে পান। এবং তাই- হল শেষমেশ। পরিকল্পনা খেতে গেল বেঙ্গালুরুর এই ইঞ্জিনিয়রের। প্লেকার্ডটি চোখে পড়তেই মঞ্চে তাঁকে ডেকে নেন ক্রিস মার্টিন। একসঙ্গে গেয়ে ওঠেন। আর তারপর? তারপর "ম্যাজিক'!

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Nihar Chitnis (@backpackandguitar)