নিজস্ব সংবাদদাতা: সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এ ফিরছে বাঙালির প্রিয় গোয়েন্দা। তাও আবার বড়দিনের ছুটিতে। শনিবার প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার।
সত্যজিৎ রায়ের লেখা 'ভূস্বর্গ ভয়ঙ্কর'-এর অবলম্বনেই নতুন সিরিজ তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। গত বছরই প্রকাশ্যে আসে সিরিজের প্রথম ঝলক।
ট্রেলারে টানটান উত্তেজনার সঙ্গে বাড়তি পাওনা কাশ্মীরের অপরূপ প্রকৃতি। 'ফেলুদা'র ভরপুর অ্যাকশন আর চতুর চাহনিতে আবারও একবার দর্শকের মন কাড়লেন টোটা রায়চৌধুরী। 'জটায়ু'র ভূমিকায় আবারও নজর কাড়লেন অনির্বাণ চক্রবর্তী। পাশাপাশি মন কাড়লেন 'তোপসে' অর্থাৎ কল্পন মিত্র। এছাড়াও এই সিরিজে রয়েছেন রজতাভ দত্ত, ঋদ্ধি সেন, শাওন চক্রবর্তী, দেবেশ চট্টোপাধ্যায়, অনিরূদ্ধ গুপ্ত।
কাশ্মীরে পহেলগাঁও, খিলানমার্গ এবং গুলমার্গ জুড়ে সাড়া হয়েছে এই সিরিজের শুটিং। সিরিজে অবসরপ্রাপ্ত বিচারক সিদ্ধেশ্বর মল্লিকের চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। এই বিচারক আবার প্ল্যানচেট-এ বিশ্বাসী। যেসব ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ শুনিয়েছিলেন, ফাঁসিতে মৃত্যু সেসব আসামি আত্মার সঙ্গে একটি বিশেষ কারণে যোগস্থাপন করার চেষ্টা চালান তিনি। সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে বিজয় মল্লিক। রগচটা, বখাটে, জুয়ায় আসক্ত হলেও শিক্ষিত সে। এহেন বিজয় মল্লিকের ভূমিকায় দেখা যাবে শাওন চক্রবর্তী। একটি বিশেষ চরিত্রে রয়েছেন ঋদ্ধি সেন। তাঁর অভিনীত চরিত্রের নাম সুশান্ত, অবসরপ্রাপ্ত বিচারকের আপ্ত-সহায়ক। খানিক ধূসর, খানিক রহস্যে মোড়া সুশান্তর চরিত্রটি। গল্পের ক্ষেত্রে অত্যন্ত গুরত্বপূর্ণ এই চরিত্র।
আগামী ২০ ডিসেম্বর থেকে 'হইচই' ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে 'ভূস্বর্গ ভয়ঙ্কর'।
