সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেত্রী হিনা খানের ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে ভেঙে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু অভিনেত্রীর মনের অদম্য জোর দেখে তাঁকে আশ্বাস দিতে পাশে দাঁড়িয়েছেন অনুরাগীরাও।
চিকিৎসা মাঝেও শুটিং ফ্লোর কিংবা মঞ্চেও দেখা গিয়েছে হিনাকে। তাঁর জীবনে বাধা অনেক কিন্তু পাশে রয়েছে পরিবার ও কাছের বন্ধুরা। যারা সর্বক্ষণ সাহস জুগিয়ে যাচ্ছেন তাঁকে। সেই বন্ধু তালিকায় সবার আগে যার নাম আসে তিনি রকি জয়সওয়াল। নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি দু'জনের কেউই। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হিনার ছায়াসঙ্গী হয়ে পাশে রয়েছেন রকি।
সমাজমাধ্যমে এক আবেগঘন পোস্টে হিনা জানান, তাঁকে সাহস যোগাতে কেমো চলাকালীন নিজেও শখের চুল একেবারে কামিয়ে ফেলেছিলেন রকি। হিনার কথায়, "হাল ছেড়ে দেওয়ার শত কারণ থাকলেও, ও সবসময় আমার পাশে থাকে। এই নিঃস্বার্থ মানুষটি শুধু ধরে রাখতে জানে। খারাপ ভাল বিভিন্ন কঠিন সময়ে আমরা একে অপরের সঙ্গে ছিলাম। আক্ষরিক অর্থে আমরা যেন সারাজীবন একসঙ্গে কাটিয়েছি এবং একে অপরের পাশে দাঁড়িয়েছি।"
অভিনেত্রী আরও বলেন, "আমার এই ক্যানসারে সঙ্গে লড়াইয়েও সবকিছু ছেড়ে রোজ দেখাশোনা করছে। যেদিন থেকে আমার কেমো শুরু হল, সেদিন থেকে আজ পর্যন্ত যখন আমি আমার রেডিয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, ও আমার পথপ্রদর্শক আলো। আমায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে, আমায় সাজানো, সবই করেছে। একটা জিনিস বুঝতে পেরেছি তুমি আমার জীবনের সেরা উপহার। তোমায় খুব ভালবাসি। তুমি সত্যিই ঈশ্বরের আশীর্বাদ। এরকম একজন পুরুষ আশীর্বাদ হয়ে প্রতিটি নারীর জীবনে থাকুক, এটাই চাই।"
