সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেত্রী হিনা খানের ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে ভেঙে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু অভিনেত্রীর মনের অদম্য জোর দেখে তাঁকে আশ্বাস দিতে ঘুরে দাঁড়িয়েছেন অনুরাগীরাও। এবার নিজের জীবনে এক বড় পদক্ষেপ নিলেন হিনা।
স্তন ক্যানসারের তৃতীয় স্টেজে আক্রান্ত হিনা আগেই নিজের পছন্দের লম্বা চুল কেটে ছোট করে দিয়েছিলেন। কিন্তু কেমো থেরাপির ফলে আরও ঝরছে চুল। এইভাবে নিজের চুলের ঝরে পড়া দেখতে দেখতে অবসাদ গ্রাস করছে অভিনেত্রীকে। তাই এবার কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি। এবার নিজে হাতেই গোটা মাথার চুল কামিয়ে ফেললেন হিনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন তিনি। সেইসঙ্গে বলেছেন কিছু আবেগঘন কথাও।
হিনার কথায়, "কেমোর পর নিজের হাতে ছোট করে চুল কেটে ফেলেছিলাম। ভালই লাগছিল। কিন্তু এই পিক্সি কাট বেশিদিন রাখতে পারলাম না। আবার যখন নতুন চুল আসবে, আমি এই পিক্সি কাটটাই রাখব। এখন এই কাটটাকে বিদায় জানাতেই হচ্ছে।"
তিনি আরও বলেন, "আমি সত্যি সত্যিই ইতিবাচকতা আর আনন্দের সঙ্গে থাকতে চাই। আর আমার এই সফরটা এমন হওয়া উচিত, যাতে আমার মধ্যে কোনও রকম মানসিক চাপ যেন না থাকে। আমি জানি বিষয়টা কতটা কঠিন। এটা খুবই যন্ত্রণাদায়ক। আমি নিজেকে এসবের মধ্যে ফেলতে পারব না। তাই চুল পুরোপুরি ঝরে পড়ার আগেই সম্পূর্ণ রূপে তা কেটে ফেলাই উচিত। আর আমি সেটাই করতে চলেছি।"
হিনার এই পোস্ট দেখে চোখে জল এসেছে অনুরাগীদের। কিন্তু অভিনেত্রীর মনের জোর দেখে তাঁর পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা।
স্তন ক্যানসারের তৃতীয় স্টেজে আক্রান্ত হিনা আগেই নিজের পছন্দের লম্বা চুল কেটে ছোট করে দিয়েছিলেন। কিন্তু কেমো থেরাপির ফলে আরও ঝরছে চুল। এইভাবে নিজের চুলের ঝরে পড়া দেখতে দেখতে অবসাদ গ্রাস করছে অভিনেত্রীকে। তাই এবার কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি। এবার নিজে হাতেই গোটা মাথার চুল কামিয়ে ফেললেন হিনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন তিনি। সেইসঙ্গে বলেছেন কিছু আবেগঘন কথাও।
হিনার কথায়, "কেমোর পর নিজের হাতে ছোট করে চুল কেটে ফেলেছিলাম। ভালই লাগছিল। কিন্তু এই পিক্সি কাট বেশিদিন রাখতে পারলাম না। আবার যখন নতুন চুল আসবে, আমি এই পিক্সি কাটটাই রাখব। এখন এই কাটটাকে বিদায় জানাতেই হচ্ছে।"
তিনি আরও বলেন, "আমি সত্যি সত্যিই ইতিবাচকতা আর আনন্দের সঙ্গে থাকতে চাই। আর আমার এই সফরটা এমন হওয়া উচিত, যাতে আমার মধ্যে কোনও রকম মানসিক চাপ যেন না থাকে। আমি জানি বিষয়টা কতটা কঠিন। এটা খুবই যন্ত্রণাদায়ক। আমি নিজেকে এসবের মধ্যে ফেলতে পারব না। তাই চুল পুরোপুরি ঝরে পড়ার আগেই সম্পূর্ণ রূপে তা কেটে ফেলাই উচিত। আর আমি সেটাই করতে চলেছি।"
হিনার এই পোস্ট দেখে চোখে জল এসেছে অনুরাগীদের। কিন্তু অভিনেত্রীর মনের জোর দেখে তাঁর পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা।
