সংবাদসংস্থা মুম্বই: খুশির খবর সঞ্জয় লীলা বানসালির পরিবারে। খুদে সদস্য এল পরিচালকের ঘরে। মা হলেন তাঁর ভাগ্নি শরমিন সেহগাল। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।আমন মেহতার সঙ্গে ২০২৩ সালের ১১ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের দেড় বছরের মাথায় শরমিনের কোলে এল ফুটফুটে পুত্র সন্তান।
যদিও ছেলের ছবি বা নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি শরমিন-আমন। তবে মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, মা ও ছেলে দু'জনেই সুস্থ আছে।
প্রসঙ্গত, ‘হীরামান্ডি:দ্য ডায়মন্ড বাজার'-এ 'আলমজেব'-এর চরিত্রে দেখা গিয়েছিল শরমিনকে। সিরিজটি মুক্তি পাওয়ার পর থেকেই নেটপাড়ায় কটাক্ষের শিকার হন অভিনেত্রী শরমিন সেহগাল। নেটিজেনদের একাংশ মনে করেন, শরমিন একেবারেই অভিনয় করতে পারেন না। শুধুমাত্র সঞ্জয় লীলা বনশালির ভাগ্নি বলেই এই সিরিজে সুযোগ পেয়েছেন তিনি।
‘হীরামান্ডি’র মুক্তির পর থেকেই নেতিবাচক প্রতিক্রিয়া পেয়ে চলেছেন শরমিন। আলমজেব-এর মতো এত গুরুত্বপূর্ণ একটা চরিত্রে কেন এহেন ‘ভাবলেশহীন’ অভিনেত্রীকে কাস্ট করা হয়েছে? প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা।
কটাক্ষের জবাব না দিলেও এক সাক্ষাৎকারে শরমিন বলেছিলেন, ‘‘আমি বড় হয়ে চিকিৎসক হতে চেয়েছিলাম। কলেজে পড়ার সময় নাটকে অভিনয় করা শুরু করি। তখন থেকেই আমার মাথায় অভিনয়ের পোকা বাসা বাঁধে। কিন্তু মানুষ আমায় নিয়ে হাসাহাসি করত যখন আমি মঞ্চে উঠতাম। তখন আমার ওজন ছিল ৯৪ কেজি। রুপোলি দুনিয়ায় বাইরের চেহারাকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। তাই এমন ওজন নিয়ে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখাই ভয়ঙ্কর ছিল।’’
