সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের গ্ল্যামার দুনিয়া যেমন স্বপ্ন দেখায়, তেমনই এর অন্ধকার দিকও কম নয়। অনেকেই খ্যাতির আলোয় এসে বদলে যান, আর সেসবই চোখের সামনে দেখেছেন শাহরুখ খানের ছবি ‘দিওয়ানা’র প্রযোজক গুড্ডু ধনোয়া। ‘এলান, বিচ্ছু, জাল: দ্য ট্র্যাপ’-এর মতো সুপারহিট ছবির পরিচালক সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি বললেন তাঁর অভিজ্ঞতার কথা। শাহরুখ খান থেকে শুরু করে সানি দেওল, ধর্মেন্দ্র, সুনিধি চৌহান ও দিলজিৎ দোসাঞ্জ—সকলের সম্পর্কেই উঠে এল চমকপ্রদ সব তথ্য!
দিলজিৎ দোসাঞ্জ প্রসঙ্গে একদম নীরব গুড্ডু! গুড্ডু ধনোয়া, যিনি দিলজিৎ দোসাঞ্জকে ‘দ্য লায়ন অব পাঞ্জাব’-এ প্রথমবার সুযোগ দিয়েছিলেন, তিনিই আজ দিলজিৎ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন! সাক্ষাৎকারে দিলজিতের ভদ্র ব্যক্তিত্বের প্রসঙ্গ উঠতেই তিনি এক কথায় উড়িয়ে দিয়ে বলেন, “চলুন, আমরা পজিটিভ মানুষদের নিয়ে কথা বলি—ভাল, সত্যিকারের মানুষদের নিয়ে আলোচনা করি।”
তাঁর এই মন্তব্য ঘিরে এখন বলিউডে জল্পনা তুঙ্গে! তবে কি দিলজিতের সঙ্গে সম্পর্কের চিড় ধরেছে? নাকি অন্য কোনও না-বলা গল্প আছে এর পিছনে? গুড্ডু ধনোয়ার বিস্ফোরক অভিযোগ আসে সুনিধি চৌহান-কে ঘিরেও। তিনি জানান, “আমি বুঝতে পারি না, খ্যাতি পেলে মানুষ এত বদলে যায় কেন! মনে আছে, ‘বিচ্ছু’ ছবির সময় মাত্র ১৪-১৫ বছরের সুনিধি যখন ‘এক বারি তাক লে’ গাইছিল, আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম! সে আমার পা ছুঁয়ে প্রণাম করেছিল, আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। আর আজ? ফোন করলেও ধরছে না, মেসেজের রিপ্লাইও নেই!”
তবে ইন্ডাস্ট্রিতে সবাই এমন নয়। গুড্ডু ধনোয়া স্পষ্ট বলেন, “শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালান, অক্ষয় কুমার, সানি দেওল—এঁরা আজও আগের মতোই ভদ্র, আন্তরিক। ওঁদের সাফল্য দেখলে বোঝা যায়, বিনয়ী মানুষরাও শীর্ষে পৌঁছাতে পারেন।”
