সংবাদসংস্থা মুম্বই: স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে দীর্ঘ ৩৭ বছরের বৈবাহিক সম্পর্ক বলি অভিনেতা গোবিন্দার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকা পত্নী তাঁদের দাম্পত্য নিয়ে খুল্লমখুল্লা কথা বলেন। কোনও রাখঢাক না রেখেই বলে দেন, আজও তাঁরা একে অপরকে গালমন্দ করেন। বিয়ের এত বছর পরও যেন গোবিন্দাকে স্বামী বলে মনেই হয় না। ফিল্মি কেরিয়ারে একাধিক নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন গোবিন্দা। তবু কখনও ভুল বোঝাবুঝি তৈরি হয়নি এই জুটির মধ্যে।
গোবিন্দাকে নিয়ে করা সুনীতার একটি মন্তব্য এখন তুমুল ভাইরাল সমাজ মাধ্যমে। যে নাচের জন্য বলিউডে 'ডান্স মাস্টার' হিসাবে পরিচিত গোবিন্দা সেই নাচ নাকি সুনীতা তাঁকে শিখিয়েছিলেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন তিনি।
সুনীতার কথায়, "প্রথম ছবি 'তন বদন'-এর প্রস্তাব যখন আসে গোবিন্দার কাছে, তখন আমিই ওকে তৈরি করেছিলাম। অভিনয় থেকে নাচ কে শিখিয়েছে? আমিই তো সবকিছু শিখিয়েছি আজীবন।"
সম্পর্কের সমীকরণ প্রসঙ্গে সুনীতার সাফ জবাব, "সত্যি বলতে আজও মনে হয় না আমরা স্বামী-স্ত্রী। আমাদের মধ্যে তো প্রায় রোজই গালিগালাজ চলতে থাকে। অনেক সময় তো গোবিন্দাকে বলি আমি বিশ্বাসই করতে পারি না যে তুমি আমার স্বামী।"
