সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


গোবিন্দা নন, কার সঙ্গে জন্মদিন কাটান সুনীতা?


মাঝেমধ্যেই বিস্ফোরক মন্তব্য করে লাইম লাইটে চলে আসেন গোবিন্দা-পত্নী সুনীতা আহুজা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি জানান গত ১২ বছর ধরে একাই নিজের জন্মদিন পালন করেন সুনিতা। তাঁর কথায়, "এত বছর ধরে শুধু সন্তানদের জন্য ভেবেছি। এখন তারা বড় হয়ে গিয়েছে, তাই এবার নিজেকে সময় দেওয়ার পালা। প্রতি বছর জন্মদিনের সকালে মন্দিরে যাই, তারপর রাতে একাই কেক কেটে একটু মদ্যপান করে শুয়ে পড়ি।"


একফ্রেমে 'মুন্নাভাই-ভাইজান'


আবারও এক ফ্রেমে ধরা দিতে চলেছেন বলিউডের দুই অভিনেতা সলমন খান এবং সঞ্জয় দত্ত। নব্বইয়ের দশকে একসঙ্গে 'সাজন' ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তাঁরা। এরপর 'সন অব সর্দার' ছবির একটি গানে একসঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা যায় তাঁদের। দীর্ঘ ১৩ বছর পর ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন সঞ্জয়-সলমন। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, হলিউডের একটি থ্রিলার ছবিতে দেখা যেতে চলেছে তাঁদের। কিছুদিনের মধ্যেই নাকি সৌদি আরব পাড়ি দেবেন দুই তারকা। 


জুটিতে আল্লু-জাহ্নবী


'পুষ্পা ২'-এর সাফল্যের পর নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন আল্লু অর্জুন। এবার তিনি অ্যাটলির ফ্রেমে ধরা দিতে চলেছেন। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আল্লু অর্জুনের বিপরীতে এবার দেখা যেতে চলেছে জাহ্নবী কাপুরকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি নির্মাতারা।