আজকাল ওয়েবডেস্ক: এ যেন এক চাতকের তৃষ্ণা নিবৃত্তি। যেন সাধকের ঈশ্বরদর্শন। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের তিন দশকের অভিনয় জীবনের সবচেয়ে স্মরনীয় পুরষ্কার বোধহয় এটিই। সেই জাতীয় পুরস্কার পেতে যারপরনাই অভিভূত অভিনেতা এবং তাঁর পরিবার। ভক্তকুল তো বটেই, পুরষ্কার জয়ের অভিনন্দন আসছে বলি পাড়ার বহু তারকার কাছ থেকেও। তবে এবার অভিনন্দন বার্তা এল নিজের স্ত্রীর থেকে। ফেসবুকে শাহরুখের পুরস্কার প্রাপ্তির ছবি পোস্ট করে আবেগঘন পোস্ট লিখলেন শাহরুখ-পত্নী গৌরী খান।

গৌরী নিজের পোস্টে লিখেছেন, “কী অসাধারণ এক পথচলা তোমার, শাহরুখ। জাতীয় পুরস্কার জেতার জন্য অনেক অভিনন্দন!!! তুমিই এর যোগ্য প্রাপক... এটা তোমার বহু বছরের কঠোর পরিশ্রম এবং সাধনার ফল। এখন আমি এই পুরস্কার রাখার জন্য একটি বিশেষ তাক তৈরি করে দেব।” প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল গৌরীর পোস্ট। ইতিমধ্যেই প্রায় ৮০ হাজার মানুষ পছন্দ করেছেন পোস্টটি। মন্তব্যের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন হাজার হাজার নেটিজেন।
প্রসঙ্গত, চলতি বছর ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কারা পাবেন, তার তালিকা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। আজ ছিল পুরস্কার প্রদানের পালা। আজ মঙ্গলবার নতুন দিল্লিতে ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর বসে। সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তারকারা। প্রত্যেক বছরের মতোই এবারও ভারতীয় সিনেমার সেরা শিল্পী, পরিচালক, গায়ক ও প্রযুক্তিগত টিমের কাজকে সম্মানিত করা হয়।
শাহরুখের পুরস্কার ছাড়াও এদিন অন্যতম বড় আকর্ষণ ছিলেন কিংবদন্তি অভিনেতা মোহনলাল। দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে তাঁকে দেওয়া হয় ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান- দাদাসাহেব ফালকে পুরস্কার। মালয়ালম সিনেমায় তাঁর অবদান অপরিসীম, এই পুরস্কার তাঁর অভিনয় জীবনের সোনালি পালক হয়ে রইল।
অন্যদিকে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিলেন প্রতিভাবান অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ‘টুয়েলভথ ফেল’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন তিনি। নজর কাড়লেন রানি মুখার্জিও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে এক মায়ের সংগ্রামী চরিত্র ফুটিয়ে তোলার জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। অনেকদিন পর জাতীয় পুরস্কারে বলিউডের কোনও শক্তিশালী নারী চরিত্রের এভাবে মূল্যায়ন দর্শককে উচ্ছ্বসিত করেছে।
ছবির ক্ষেত্রে সবচেয়ে বড় সম্মান- ‘সেরা ফিচার ফিল্ম’ এর শিরোপা পেয়েছে ‘টুয়েলভফ ফেল’। অনুপ্রেরণামূলক গল্প নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। এবার জাতীয় পুরস্কারের মঞ্চেও সম্মানিত হল ছবিটি।
পরিচালনার ক্ষেত্রে নজর কাড়লেন সুদীপ্ত সেন। তাঁর বিতর্কিত কিন্তু আলোচিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ তাঁকে এনে দিল সেরা পরিচালকের সম্মান।
এছাড়াও বিনোদনমূলক ছবির মধ্যে জয় হল করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র। এটি নির্বাচিত হয়েছে ‘বেস্ট ফিচার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেইনমেন্ট’ বিভাগে। অন্যদিকে, দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ প্রচারের জন্য মেঘনা গুলজারের ছবি ‘স্যাম বাহাদুর’ পেয়েছে বিশেষ পুরস্কার।
