সংবাদসংস্থা মুম্বই: 'আর আর আর'-এর অসাধারণ সাফল্যের পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন রামচরণ। অভিনীত আগামী সিনেমার জন্য। তবে ২০২৪ সালে রামচরন দর্শকদের কোনও সিনেমা উপহার না দিলেও ২০২৫ সালের গোড়ার দিকেই কিয়ারা আডবানির সঙ্গে জুটি বেঁধে একটি নতুন সিনেমা আনতে চলেছেন রামচরণ।

 

২০২৫ সালের ১০ জানুয়ারি সারা বিশ্বজুড়ে মুক্তি পাবে 'গেম চেঞ্জার'। ২২ ডিসেম্বর, রবিবার মুক্তি পেল রামচরণ এবং কিয়ারা আডবানি অভিনীত এই ছবির গান 'ধোপ'। মার্কিন যুক্তরাষ্ট্রে এই গান মুক্তির অনুষ্ঠানে অগণিত অনুরাগীদের সঙ্গে দেখা গেল রাম চরণকে। গানটি গেয়েছেন থামান এস, রাজা কুমারী, প্রুথভি, শ্রুতি রানজানি ও মদুমুদি। এর তামিল সংস্করণটি লিখেছেন বিবেক। এবং রাকুব আলম লিখেছেন হিন্দি সংস্করণটি। ইতিমধ্যেই ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে গানটি।

 

তবে গানের টিজার মুক্তি পাওয়ার পর থেকেই কিয়ারার পোশাক দেখে বেজায় অসন্তুষ্ট হয়েছেন দর্শক। নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। যদিও এইসব বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে। নতুন বছরে প্রথমবার রামচরণের সঙ্গে জুটি বেঁধে কতটা মন কাড়তে পারেন দর্শকের সেটাই দেখার।