সংবাদ সংস্থা মুম্বই: বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট কলেজে অনুষ্ঠান চলাকালীন মেজাজ হারিয়ে বিতর্কে জড়িয়েছেন সোনু নিগম। এবার সেই বিতর্কের মাত্রা বাড়ল আরও। এক তরুণ দর্শক তাঁকে কন্নড় গান গাওয়ার জন্য ‘রূঢ়ভাবে হুমকি’ দেন বলে অভিযোগ করেছিলেন গায়ক। এরপর সেই দর্শককে ‘শিক্ষা’ দিতে দর্শকের প্রতি তাঁর প্রতিক্রিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অসন্তোষ। পরিস্থিতি এতটাই তীব্র হয় যে, সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে এক কন্নড় সংগঠন।

২৫ এপ্রিল বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে এক কনসার্টে পারফর্ম করছিলেন সোনু। সেই সময় এক দর্শক বারবার একটি কন্নড় গান গাওয়ার অনুরোধ করতে থাকেন। ঘটনাটিকে ‘রূঢ় ও বাধাদানকারী’ আচরণ বলে মনে করেন সোনু নিগম। পরে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, পারফর্মেন্স থামিয়ে জনপ্রিয় এই বলি গায়ক বলেন, “এই কারণেই তো পহেলগাওঁয়ে যা হয়েছে… দ্যাখো কে দাঁড়িয়ে আছে সামনে।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sonu Nigam (@sonunigamofficial)
এই মন্তব্যের মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রবল বিতর্ক। নেটপাড়ার একাংশ লেখেন, গায়ক যেন সেই দর্শকের অনুরোধকে ‘জঙ্গি মানসিকতা’র সঙ্গে তুলনা করছেন। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কন্নড় সমাজের বহু মানুষ। এরপর গত শনিবার (৩ মে) রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় মুখ খোলেন সোনু। তিনি জানান, “আমি কোনওভাবেই সমগ্র কন্নড় সমাজকে অপমান করিনি। সেদিন মাত্র চার-পাঁচজন ব্যক্তি অশোভন আচরণ করছিলেন। হাজার হাজার দর্শক, এমনকী মহিলারাও তাদের থামতে বলছিলেন।”
সবচেয়ে বিতর্কিত ‘পহেলগাওঁ’ মন্তব্য সম্পর্কে তিনি বলেন, “আমি বোঝাতে চেয়েছিলাম, পহেলগাওঁয়ে যখন মানুষদের ওপর হামলা হয়েছে, তখন কেউ তাঁদের প্যান্ট খুলে কোন ভাষায় কথা বলে তা জিজ্ঞেস করেনি। জঙ্গিরা কারও পরিচয় জানেনি —সেটা সবাইকে মনে করানো জরুরি ছিল।”
তবে এই মন্তব্য ঘিরে ঝড় থামেনি। কর্ণাটক রাখশন বেদিকে সংগঠন অভোলাহল্লি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তাঁদের দাবি, এই মন্তব্য কন্নড়দের অসহিষ্ণু হিসেবে দেখাচ্ছে, যা সম্পূর্ণ ভুল। সংগঠনটি সোনুর নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছে।