সংবাদ সংস্থা মুম্বই: সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে বায়োপিক হচ্ছে বলিউডে সে খবর পুরোনো। ছবির প্রযোজক লভ রঞ্জন। প্রায় আড়াই বছর ধরে সৌরভ বায়োপিকের মশলা জোগাড় করছেন তাঁরা। সৌরভের নামভূমিকায় উঠে এসেছিল হৃতিক রোশন থেকে রণবীর কপূর-সহ অনেকে অভিনেতার নাম। সেখান থেকে আয়ুষ্মান খুরানা ছুঁয়ে শেষমেশ নাকি শিকে ছিঁড়েছে রাজকুমার রাও-এর মাথায়। কানাঘুষো, রাজকুমারেই মনস্থির করেছেন নির্মাতারা। সম্মতি দিয়েছেন ‘দাদা’ও। শোনা যাচ্ছে, সৌরভের স্ত্রী সানা গঙ্গোপাধ্যায় চাইছেন এই ছবিতে তাঁর ভূমিকায় যেন অভিনেত্রী তৃপ্তি দিমরিকে প্রস্তাব দেওয়ায় হয়। বলিউড অন্দরের ফিসফাস, আগামী জুলাই থেকেই খাস কলকাতায় সৌরভের রুদ্ধশ্বাস ক্রিকেট যাত্রার কাহিনির শুটিং শুরু হবে। আর তার জন্য শহরে হাজির হয়ে যাবেন রাজকুমার সহ ছবির গোটা ইউনিট।
শোনা গিয়েছিল রজনীকান্ত-কন্যা ঐশ্বর্যা রজনীকান্তকেই নাকি দেখা যাবে ছবির পরিচালকের ভূমিকায়। ছবির চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বই ছুটতে দেখা গিয়েছিল সৌরভকে। তবে শেষমেশ রজনী-কন্যা নয়, মহারাজের জীবনীচিত্র তৈরি করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে। যাঁর পরিচালিতছবি ‘উড়ান’ সাতটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। এছাড়াও উল্লেখ্য, ‘লুটেরা’, ‘ট্র্যাপ্ড’-এর মতো ছবি তৈরির পাশাপাশি ওটিটিতেও 'স্যাক্রেড গেমস', ‘জুবিলি’র মতো দারুণ সফল সিরিজ পরিচালনা করেছেন বিক্রমাদিত্য।
‘স্ত্রী টু’-এর অভিনব সাফল্যের জেরে রাজকুমার এই মুহূর্তে বলিউডের সব চেয়ে সফল নায়কদের তালিকাতেও স্থান করে নিতে পেরেছেন। তাই তাঁর জনপ্রিয়তা নিয়েও কারও কোনও সংশয় নেই। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য প্রশিক্ষণ শুরু করেছে রাজকুমার রাও। নেটে ব্যাট হাতে ভরপুর তালিম নেওয়া নাকি শুরু করেছেন বলি-অভিনেতা। তবে পুরোপুরি সৌরভের মতো হয়ে উঠতে অনেক প্রশিক্ষণের প্রয়োজন অভিনেতার।
