নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক। 

 

আবারও এই পথ ধরে এগিয়ে এলেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। ছবির নাম 'দুর্গাপুর জংশন'। গত বছরই ছবির শুটিং শেষ হয়েছে। 'সাহেব-বিবি-গোলাম'-এর পর দীর্ঘ ৮ বছর পর আবারও এই ছবির সৌজন্যে একফ্রেমে বিক্রম-স্বস্তিকা। 

 

দুর্গাপুরে ঘটে যাওয়া একের পর এক খুনের ঘটনাকে কেন্দ্র করে এগোবে এই ছবি। ওষুধের বিক্রিয়ায় হবে এই সকল খুন। মূলত মেডিক্যাল সিরিয়াল কিলিং-এর ঘটনা উঠে আসবে ছবিতে। পুলিশ অফিসার সৌম্য বিক্রম ও সাংবাদিক স্বস্তিকার দুঃসাহসিক অভিযানের গল্প উঠে আসবে এই ছবিতে। 

আমেরিকায় ঘটে যাওয়া এক সত্য ঘটনাকে দুর্গাপুরের প্রেক্ষাপটে সাজিয়েছেন অরিন্দম। থ্রিলার তাঁর পছন্দের জঁর, এবারও চেনা গণ্ডিতে বাজিমাত করতে তৈরি পরিচালক। ছবিতে বিক্রম-স্বস্তিকা ছাড়াও রয়েছেন রাজদীপ সরকার, একাবলি খান্না ও প্রদীপ ধর। 

 

প্রকাশ্যে এল ছবির প্রথম মোশন পোস্টার। দেখা গেল, অন্ধকার রাস্তার উপর লুটিয়ে পড়ে একটি হাত। সঙ্গে সঙ্গে শুরু হয় ওষুধের বিক্রিয়া। কীভাবে ভয়ঙ্কর খুনের রহস্য উন্মোচন হবে? সেই প্রশ্ন দর্শক মনে জাগিয়ে তুলেছে 'দুর্গাপুর জংশন'-এর প্রথম ঝলক।