বাবা-ছেলের নিত্যদিনের গল্পকে বড়পর্দায় রঙ দিয়েছিল মিঠুন চক্রবর্তী ও দেবের জুটি। পরিচালনায় অভিজিৎ সেন এবং দেবের সঙ্গে সহ-প্রযোজনায় ছিলেন অতনু রায়চৌধুরী। ছবির নাম 'প্রজাপতি'। বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছিল ছবিটি। এই গল্পে দেবের বিপরীতে দেখা গিয়েছিল ছোটপর্দার পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্যকে।
আসছে ছবির সিক্যুয়েল। দেবের 'প্রজাপতি ২'-এ 'প্রজাপতি', 'প্রধান'- এর মতোই এবারও ছোটপর্দার এক অভিনেত্রীকে দেখা যাবে দেবের বিপরীতে। আগেই খবর এসেছিল অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে এবার দেখা যাবে দেবকে। তবে থাকছেন ইধিকা পালও। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। মুক্তি পেয়ে বাবা-মেয়ের মিষ্টি গানও। এবার প্রকাশ্যে দেব-জ্যোতির্ময়ী জুটির প্রথম ঝলক।
দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের পক্ষ থেকে সমাজমাধ্যমে দেব ও জ্যোতির্ময়ীর ছবি ভাগ করা হয়েছে। সঙ্গে নায়িকার চরিত্রের নামও প্রকাশ্যে। জানা যাচ্ছে, ছবিতে জ্যোতির্ময়ীর নাম মধু। তাঁর চরিত্রটির মধ্যে রয়েছে সরলতা ও না বলা বহু কথা। যা গল্পে এক অন্য মাত্রা এনে দেবে।
এর আগে স্টার জলসার 'বঁধুয়া' ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছল জ্যোতির্ময়ীকে। তারপর যদিও আর দেখা যায়নি অভিনেত্রীকে। বহুবার নানা চরিত্রের, নানা মাধ্যম থেকে প্রস্তাব এলেও রাজি হননি জ্যোতির্ময়ী। অপেক্ষায় ছিলেন সঠিক সময়ের। সবুরে মেওয়া ফলেছে অভিনেত্রীর। লন্ডনে ছবির শুটিং করতে গিয়ে প্রথমবার দেবের বিপরীতে কাজ করে আপ্লুত জ্যোতির্ময়ী। টলিউডের 'মেগাস্টার'-এর সঙ্গে তিনি সমাজমাধ্যমে ছবি ভাগ করে জানিয়েছিলেন, এই কাজ করার মুহূর্ত তাঁর কাছে কোনও স্বপ্নপূরণের থেকে কম কিছু নয়।
