সংবাদ সংস্থা মুম্বই: ধর্মা প্রোডাকশনের পরবর্তী রোমান্টিক ফ্যামিলি ড্রামা ‘সানি সংস্কারী কী তুলসি কুমারী’-তে বরুণ ধাওয়ান ফিরছেন একেবারে অন্য মেজাজে। সদ্য প্রকাশিত পোস্টারে দেখা গেল, বরুণের মুখে সেই পরিচিত দুষ্টু মুচকি হাসি, আর সঙ্গে সঙ্গেই চোখে পড়ল একটি সংবেদনশীল শায়েরি—যেটা চরিত্রটির মনের কথা যেন নিজেই বলে দেয়। এবং আভাস দেয় রহস্যময় এক ইঙ্গিতেরও।
শায়েরিটি ছিল এরকম—
"এই অশ্রুগুলো আমার… সমুদ্রের জল নয়…
এই অশ্রুগুলো আমার… বৃষ্টির কোনও ভরসা নেই… আজ আছে, কাল নেই!"
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dharma Productions (@dharmamovies)
শব্দে আবেগ, মেজাজে হালকা নাটকীয়তা—এই সংক্ষিপ্ত কবিতাই বুঝিয়ে দিচ্ছে, ‘সানি সংস্কারী’ আসলে একজন ইমোশনাল অথচ রোম্যান্টিক নায়ক। যে হাসে, ভালবাসে, কিন্তু ভেতরে হয়তো জমিয়ে রাখে একরাশ চাপা বেদনা। এই চরিত্রের ভঙ্গিমা আর কবিতার মাধ্যমে পরিচালক শশাঙ্ক খৈতান যেন দর্শকদের জানিয়ে দিলেন—এ শুধু প্রেমের গল্প নয়, রঙিন আবেগের রোলারকোস্টারও!
এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে ‘তুলসি কুমারী’র চরিত্রে। দু'জনকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ছবি ‘বাওয়াল’-এ, এবং সেখানেই দর্শক মুগ্ধ হয়েছিলেন তাদের স্ক্রিন কেমিস্ট্রিতে। এবার নতুন গল্পে নতুন ছকে ফিরছেন তাঁরা। ছবিতে বরুণ-জাহ্নবীর সঙ্গে রয়েছেন সানিয়া মালহোত্রা, রোহিত শ্রফ, মনীশ পল ও অক্ষয় ওবেরয়।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dharma Productions (@dharmamovies)
উল্লেখ্য, ‘বর্ডার ২’-এর শুটিং চলছে পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি-তে, আর সেখান থেকেই কিছুদিন আগে জবরদস্ত এক কাণ্ডে জড়ালেন বরুণ ধাওয়ান ও আহান শেট্টি। সেটের কাজ সেরে পুণে শহর ঘুরতে বেরিয়ে পড়েন বরুণ-আহান, কিন্তু রাত যত বাড়ে, ততই তারা বুঝতে পারেন… তাঁরা হারিয়ে গিয়েছেন! শুক্রবার রাতে বরুণ ধাওয়ান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাঁকে ও আহানকে দেখা যায় এক মেট্রোর প্ল্যাটফর্মে। সেখানেই এই ঘটনার কথা জানান বরুণ।
অন্যদিকে, ‘ম্যায় তেরা হিরো’ আর ‘জুড়ওয়া ২’-এর পর তৃতীয়বারের মতো বাবা-ছেলে জুটি বাঁধলেন ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’-এ। ইতিমধ্যেই ছবির ৫০ শতাংশ শুটিং শেষ, এবার স্কটল্যান্ডে শুরু হচ্ছে এক মাসব্যাপী বড় শুটিং শিডিউল। গত এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে স্কটল্যান্ডের এই ছবির শুটিং —যেখানে শুট হবে দু’টি জমকালো গান, একটি রোমাঞ্চকর চেজ সিকোয়েন্স আর একগুচ্ছ হাসির মুহূর্ত। ডেভিড ধাওয়ানের ফিল্ম মানেই নায়ক-নায়িকার রসায়নের পাশাপাশি খানিক পাগলামো, খানিক ধাঁধায় ভরপুর কমেডি! স্কটল্যান্ডের এই শিডিউলেই ছবির মূল কমিক সার্কাস সাজানো হবে জানিয়েছে সূত্র। এই ছবিতে কেবল বরুণ, মৃণাল বা পূজাই নন, রয়েছেন মনীশ পল, জিমি শেরগিল, মৌনী রায়, চাঙ্কি পাণ্ডে, রাকেশ বেদি, আলি আসগর-এর মতো আরও একঝাঁক জনপ্রিয় ব্যক্তিত্ব।
এই ছবিতে ফের সেই চেনা কমেডি লুকে ধরা দেবেন বরুণ, থাকছে গানের তালে তাঁর নাচ-ও । আর তারপরেই বরুণ যাবেন ‘বর্ডার ২’-এর শ্যুটিংয়ে। সেটা শেষ হলে কাজ করবেন ‘নো এন্ট্রি ২’তে। পাশাপাশি, করণ জোহর এবং দিনেশ ভিজানের সঙ্গেও তাঁর ছবি নিয়ে কথাবার্তা চলছে।