সংবাদ সংস্থা মুম্বই: ধর্মা প্রোডাকশনের পরবর্তী রোমান্টিক ফ্যামিলি ড্রামা ‘সানি সংস্কারী কী তুলসি কুমারী’-তে বরুণ ধাওয়ান ফিরছেন একেবারে অন্য মেজাজে। সদ্য প্রকাশিত পোস্টারে দেখা গেল, বরুণের মুখে সেই পরিচিত দুষ্টু মুচকি হাসি, আর সঙ্গে সঙ্গেই চোখে পড়ল একটি সংবেদনশীল শায়েরি—যেটা চরিত্রটির মনের কথা যেন নিজেই বলে দেয়। এবং আভাস দেয় রহস্যময় এক ইঙ্গিতেরও।
শায়েরিটি ছিল এরকম—
"এই অশ্রুগুলো আমার… সমুদ্রের জল নয়…
এই অশ্রুগুলো আমার… বৃষ্টির কোনও ভরসা নেই… আজ আছে, কাল নেই!"
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dharma Productions (@dharmamovies)
শব্দে আবেগ, মেজাজে হালকা নাটকীয়তা—এই সংক্ষিপ্ত কবিতাই বুঝিয়ে দিচ্ছে, ‘সানি সংস্কারী’ আসলে একজন ইমোশনাল অথচ রোম্যান্টিক নায়ক। যে হাসে, ভালবাসে, কিন্তু ভেতরে হয়তো জমিয়ে রাখে একরাশ চাপা বেদনা। এই চরিত্রের ভঙ্গিমা আর কবিতার মাধ্যমে পরিচালক শশাঙ্ক খৈতান যেন দর্শকদের জানিয়ে দিলেন—এ শুধু প্রেমের গল্প নয়, রঙিন আবেগের রোলারকোস্টারও!
এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে ‘তুলসি কুমারী’র চরিত্রে। দু'জনকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ছবি ‘বাওয়াল’-এ, এবং সেখানেই দর্শক মুগ্ধ হয়েছিলেন তাদের স্ক্রিন কেমিস্ট্রিতে। এবার নতুন গল্পে নতুন ছকে ফিরছেন তাঁরা। ছবিতে বরুণ-জাহ্নবীর সঙ্গে রয়েছেন সানিয়া মালহোত্রা, রোহিত শ্রফ, মনীশ পল ও অক্ষয় ওবেরয়।