সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'ছাবা'র স্ক্রিনিংয়ে আগুন!
'ছাবা'র স্ক্রিনিংয়ে জ্বলে উঠল আগুন। জানা যাচ্ছে,বুধবার দিল্লির সেলেক্ট সিটি মলের একটি সিনেমা হলে ছবি প্রদর্শনের সময় আগুন লাগার ঘটনা ঘটে। বিকেলে পিভিআর সিনেমার স্ক্রিনের এক কোণে আগুন ধরে। ফলে হলের দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে হল ফাঁকা করার নির্দেশ আসে। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
রণবীর কাণ্ডে রাখির বয়ান
অবশেষে মহারাষ্ট্র সাইবার সেলের কাছে বয়ান দিতে প্রস্তুত রাখি সাওয়ান্ত। রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়নার বিতর্কিত মন্তব্যের তদন্তে সমন পাঠানো হয়েছিল রাখির কাছেও। কিন্তু তিনি বেঁকে বসেন। পাল্টা নানা অনুযোগ রেখে ক্ষোভ উগরে দেন। সূত্রের খবর, তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস মিলেছে রাখির তরফে। এই মুহূর্তে দুবাইয়ে থাকার কারণে ভিডিও কলের মাধ্যমে বয়ান দেবেন বলে জানিয়েছিলেন তিনি। তাঁর আরও বক্তব্য, তিনি শুধুমাত্র সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন। কোনও অশ্লীল কথা বলেননি।
বিকিনিতে ভয় সোনাক্ষীর
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী সোনাক্ষী সিনহা জানান, তিনি সাঁতারের পোশাক পরতে স্বচ্ছন্দ বোধ করেন না। তাঁর কথায়, "ভারতে সাঁতারের পোশাক কিংবা বিকিনি পরতে মোটেই স্বচ্ছন্দ বোধ করি না। কারণ, কে কোথা থেকে ছবি তুলে সমাজমাধ্যমে ভাইরাল করে দেবে! যেটা একেবারেই চাই না। বিদেশে বেড়াতে গেলে তখন নিজের ইচ্ছে মতো পোশাক পরি।"
