সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি, গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) এ অভিনেতা ভূমি পেডনেকার এবং বাণী ত্রিপাঠির সাথে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলি। সভা চলাকালীন, শুটিং সেটে অভিনেত্রীদের জন্য সম্মানজনক পরিবেশ তৈরির গুরুত্ব সম্পর্কে কথা বললেন ইমতিয়াজ। পাশাপাশি বলিউডের কাস্টিং কাউচ নিয়েও কথা বলেন তিনি। ঠারেঠোরে বুঝিয়েছিলেন বলিপাড়ার কাস্টিং কাউচের অস্তিত্ব তিনি সরাসরি কখনও দেখেননি! ইমতিয়াজের এহেন বক্তব্যের পরেই বলি-প্রযোজক বিনীতা নন্দা কড়া ভাষায় সমাজমাধ্যমে নিন্দা করেন ‘রকস্টার’ ছবির পরিচালকের। নিমেষে ভাইরাল হয় তা। তারপরেই নিজের বক্তব্যের সাফাই দিতে মন্তব্য করলেন ইমতিয়াজ।
বলিপাড়ায় কাস্টিং কাউচ প্রসঙ্গে ইমতিয়াজ বলেন, “বলিউডে আপোষ করলে সাফল্যের রাস্তা খুলে যায়, এই ব্যাপারটি পুরোটাই একটি মিথ। প্রায় ২০ বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি পরিচালক হিসাবে, কাস্টিং কাউচ নিয়ে অনেক কথাই শুনেছি। সাফ সাফ বলে দিতে চাই, কেউ যদি মনে করেন কাস্টিং কাউচের প্রস্তাবে কেউ সাড়া দিলে অভিনেত্রী হিসাবে তাঁর সুযোগ বাড়বে, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। একজন নারী ‘কম্প্রোমাইজ’ করলেই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যাবেন, এ ভাবনাটাই ফালতু।” শুধু তাই নয়, ইমতিয়াজ আরও বলেন, “সম্মান বিষয়টি খুব বড়। যদি কোনও নারী এসব প্রস্তাব সরাসরি ফিরিয়ে দেন, তবেই তাঁকে অন্যরা সম্মান করবে। আমি নিজেই তো বেশ ছবিতে কাস্ট করার আগে বেশ কয়েকবার ভেবেছি অমুককে কিংবা তমুককে কতটা সম্মান করতে পারব আমি, নেওয়া উচিত হবে কি না। কারণ যে শিল্পীকে কাস্ট করব নিজের ছবিতে, তাঁকে সবার আগে সম্মানীয় হতে হবে আমার কাছে।”
ইমতিয়াজের এহেন বক্তব্যের জবাব দিয়েছেন বলিপাড়ার প্রযোজক বিনীতা নন্দা। সম্প্রতি, বিনতা ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন, “বিনোদনের দুনিয়ায় মহিলা-শিল্পীরা ঠিক কী কী অভিজ্ঞতার সম্মুখীন হন, সেই সম্পর্কে শেষ কথা বলবেন তিনি, এহেন ভাবনা বন্ধ করুক ইমতিয়াজ আলি। ইমতিয়াজ জানেন বলিউডে কাস্টিং কাউচ হয়। IFFI-তে মহিলাদের পক্ষে কথা বলতে আপনাকে কে নির্বাচন করেছে? এটা কি সত্যিটাকে ধামাচাপা দেওয়ার জন্য ঠিক করা হয়েছে? এমন কোনও মানুষের এই কথা বলা উচিত নয়, যার এই বিষয়ে কোনও অভিজ্ঞতা নেই! একটি গুরুত্বপূর্ণ শিল্প-প্ল্যাটফর্মে ইমতিয়াজের মতো মানুষ যখন এমন মন্তব্য করে মহিলাদের নিরাপত্তা এবং সম্মান নিয়ে তখন তো সবার ধারণা হবে যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এমন কেউ আছে যাঁরা বিশ্বাস করেন বিনোদন দুনিয়ায় কাস্টিং কাউচ নেই, তাঁরা দোয়া করে হাত তুলুন!
