বলিউডে যুদ্ধভিত্তিক সিনেমা অনেক হয়েছে, কিন্তু ফারহান আখতার-এর নতুন যুদ্ধগাথা ‘১২০ বাহাদুর’ যে এই ঘরানার ছবির ইতিহাসে নয়া রং যোগ করবে, তা নিয়ে একপ্রকার নিশ্চিত ট্রেড অ্যানালিস্টরা। এই ছবিটি এবার নাম লেখাচ্ছে এক অভূতপূর্ব অধ্যায়ে- ১৬,৪৫২ ফুট উচ্চতায়, লাদাখের রেজাং লা ওয়ার মেমোরিয়াল অডিটোরিয়াম-এ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। সেই নিরিখে এই ছবি প্রদর্শনী হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার সিনেমা-স্ক্রিনিং!
এই অর্জন শুধু প্রযুক্তিগত জয়ে সীমাবদ্ধ নয়, বরং ফিরে দেখা সেই বীরগাথা- ১৯৬২ সালের রেজাং লা যুদ্ধ, যেখানে ১৩ কুমায়ুন রেজিমেন্টের চ্যালি কোম্পানির ১২০ জন জওয়ান অসম্ভব কঠিন পরিস্থিতিতে চীনা বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন প্রানপণ যুদ্ধ। তাঁদের মধ্যে ১১৪ জন শহিদ হয়েছিলেন। এই সিনেমাটিক সম্মান যেন তাদের প্রতি এক ঐতিহাসিক প্রণাম।
২২ নভেম্বর থেকে চুশুল গ্রামের স্মারক অডিটোরিয়ামে শুরু হচ্ছে এই বিশেষ প্রদর্শনী। যেখান থেকে মাত্র কিছু দূরেই সেই পাহাড়ি পাস, যেখানে রক্তে লেখা হয়েছিল ভারতের সাহসের সেই অধ্যায়। মোবাইল থিয়েটার কোম্পানি পিকচারটাইম এই চরম -১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝেই আয়োজন করছে ১৪টি শো, যা দেখবেন সীমান্তে মোতায়েন সেনা ও স্থানীয় বাসিন্দারা।
পিকচারটাইম-এর প্রতিষ্ঠাতা-সিইও সুশীল চৌধুরী বলেন,“এই স্ক্রিনিং হবে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় কোনও ছবির প্রদর্শনী। আমরা গর্বিত যে সেই অবিশ্বাস্য বীরত্বের গল্প স্থানীয় মানুষ আর সেনারা বড়পর্দায় দেখতে পাবেন। অন্তত দুই সপ্তাহ ছবি দেখানো হবে।”
কয়েকদিন আগে ঘোষিত হয়েছে আরও একটি দৃষ্টান্ত। ‘১২০ বাহাদুর’ হবে ভারতের প্রথম সিনেমা, যা দেশের প্রতিরক্ষা থিয়েটার নেটওয়ার্ক জুড়ে প্রদর্শিত হবে। দেশের ৮০০-র বেশি হল-এ প্রতিরক্ষা সম্প্রদায়ের জন্য বিশেষ শো আয়োজন করবে। শুরু ২১ নভেম্বর থেকে।
ছবিতে ফারহান আখতার অভিনয় করেছেন 'মেজর শৈতান সিং ভাটী', পিভিসি-র চরিত্রে যিনি তাঁর ১২০ জন জওয়ানকে নিয়ে দাঁড়িয়েছিলেন অসম্ভব প্রতিকূলতার বিরুদ্ধে। ছবিতে প্রতিধ্বনিত হয় এক অবিচল সংলাপ, “আমরা কিছুতেই পিছিয়ে যাব না।” ঠিক যেমনটা বাস্তবে হয়েছিল তখন হিমালয়ের কোলে, যখন পাহাড় সাক্ষী হয়েছিল অতুলনীয় আত্মত্যাগের।
ছবিটি পরিচালনা করেছেন রজনীশ ‘রাজি’ ঘোষ, প্রযোজনায় রীতেশ সিধওয়ানি, ফারহান আখতার (এক্সেল এন্টারটেইনমেন্ট) এবং অমিত চন্দ্র (ট্রিগার হ্যাপি স্টুডিওস)। শুক্রবার, ২১ নভেম্বর ভারতজুড়ে মুক্তি পেয়েছে এই ছবি।
