নিজস্ব সংবাদদাতা: টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছেন টলিপাড়ার‌ বহু অভিনেতারা। কাজের সুযোগ এলে অবশ্য ফেরেন চেনা ইন্ডাস্ট্রিতেই। তবে বর্তমানে সুযোগের সন্ধানে বহু অভিনেতাই মুম্বইবাসী। আবার কোনও ক্ষেত্রে বলিউডের ছবি বা সিরিজে দেখা যায় টলি তারকাদের। তেমনই আবার টলিউডের বিভিন্ন কাজে যোগ দেন বলি তারকারা। 

 

 

আবারও একবার দুই ভাষার চলচ্চিত্রের মিশেল ঘটতে চলেছে। টলি পাড়ার জনপ্রিয় অভিনেতা ফের একবার হিন্দি ছবিতে। এর আগেও বেশ কয়েকটি হিন্দি ছবি এবং সিরিজে দেখা গিয়েছে তাঁকে। যদিও তাঁর শুরুটা টলি পাড়া থেকেই। তবুও এখন সমানতালে সব ধরণের কাজে হাত পাকাচ্ছেন অভিনেতা। 

 

 

থিয়েটার থেকে তাঁর পথ চলা শুরু। ওটিটির দুনিয়ায় পেয়েছিলেন সাফল্য। সেই সঙ্গে কুড়িয়েছিলেন দর্শকের থেকে দারুণ ভালবাসাও। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রেই অভিনেতাকে দেখা গিয়েছে থ্রিলার ঘরানার ছবিতে। এবারও একই ঘরানার কাজে ফিরছেন তিনি। ভরপুর অ্যাকশন থ্রিলার ছবিতে মোড় হিন্দি ছবিতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। এই ছবিতে থাকছেন বলি তারকারাও। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অঞ্জলি পাটিলকে। 

 

 

 

সূত্রের খবর, ছবির পরিচালকের আসনে থাকবেন শিলাদিত্য মৌলিক। আপাতভাবে ছবির নাম স্থির হয়েছে 'চড়ক'। ছবিটি একটি ফোকলোর থ্রিলার ঘরানার। এর আগে আজকাল ডট ইন-কে পরিচালক বলেছিলেন, "গ্রামাঞ্চলে সন্ধ্যার পর বিভিন্ন ঘটনা শোনা যায়। বিভিন্ন কুসংস্কারও সেখানে থাকে। এই প্রেক্ষাপটেই একটি রোমহর্ষক কাহিনি।" আন্তর্জাতিক দর্শক এবং চলচ্চিত্র উৎসবের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে সিনেমাটি। পুরুলিয়া, বর্ধমান, ঝাড়খণ্ডের কিছু অংশ মিলিয়ে চলছে ছবির শুটিং।"