নিজস্ব সংবাদদাতা, মুম্বই: গানের শো করতে গিয়ে এক তরুণীর ঠোঁটে ঠোঁট রেখে বিতর্কে জড়িয়েছেন উদিত নারায়ণ। তীব্র কটাক্ষ, সমালোচনার মুখে পড়েন গায়ক। গত ফেব্রুয়ারি মাসের গোড়া থেকে চুমু-কাণ্ডে চর্চার শিরোনামে ছিলেন তিনি। সমাজ মাধ্যমে বর্ষীয়ান শিল্পীর এহেন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেটপাড়ার একাংশ। এবার উদিত নারায়ণের চুম্বন বিতর্কের পালে হাওয়া দিলেন মিকা সিং। 

গানের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই চর্চিত মিকা। যার জন্য তিনি ‘কন্ট্রোভার্সি কিং’-এর তকমাও পেয়েছেন। যদিও এহেন আখ্যা নিয়ে তেমন কোনও মাথাব্যাথা নেই মিকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশ জোর গলায় গায়ক বলেন, “বড় তারকাদের নামের সঙ্গে বিতর্ক জুড়েই থাকে। তাই ‘কন্ট্রোভার্সি কিং’ ট্যাগ নিয়ে আমি অত ভাবিনা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান থেকে আমির খানদের মতো অভিনেতাদের নিয়েও চর্চার অন্ত নেই। আর গায়কদের মধ্যে একমাত্র মিকা সিংয়েরই নাম শোনা যায়।” আর এই প্রসঙ্গে উদিত নারায়ণের চুম্বন কাণ্ড নিয়ে মুখ খোলেন মিকা।

২০০৬ সালে নিজের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত রাখি সাওয়ান্তকে জড়িয়ে ঠোঁটে ঠোঁট চেপে দেন মিকা! হাত-পা ছুঁড়ে প্রতিবাদ জানালেও মিকার চুমুর খপ্পর থেকে বাঁচতে পারেননি রাখি। চুমু শেষে মিকাকে হাসিমুখে দেখা গেলেও বিস্ফোরিত চোখে, নিজের মুখ চেপে দ্রুত ওই জায়গা ছেড়ে চলে যান রাখি। ক্যামেরাবন্দি সেই দৃশ্য সামনে আসতেই মিকার নামে ছিছিক্কার ওঠে দেশজুড়ে। গায়কের নামে পুলিশি অভিযোগ দায়েরও করেছিলেন রাখি। 

নিজের সেই ঘটনার রেশ টেনে উদিত নারায়ণ প্রসঙ্গে মিকা বলেন, “উনি তো আমারই ছাত্র। উদিত সাহাব কোথাও না কোথাও আমার পুরনো চুমু বিতর্ক মনে রেখেছেন। উদিতজি আপনাকে অনেক ভালোবাসা। দেখুন ওঁর মতো গায়কও আমাকে অনুসরণ করে। সকলে মিকা সিংয়ের মতো হতে চায়।”  এখানেই শেয নয়, তাঁর আরও সংযোজন, “উদিতজির হয়তো মনে হয়েছিল, মিকা এরকম করেছে, এবার আমিও এরকম কিছু একটা করব। আমার তো মনে হয়, সকলেই বিশেষ করে গায়করা মিকা সিংয়ের মতো হতে চান।”