নিজস্ব সংবাদদাতা: ঝগড়া দিয়েই গল্পের শুরু, তবে ঝগড়াই যে একদিন প্রেমে রূপান্তরিত হবে তা জানতেন দর্শকেরা। আঁচ পেয়েছিলেন প্রথম থেকেই। এখন তাই ঝগড়া মিটেছে দুজনের। তবে ধারাবাহিকের গল্পের ছায়া এবার বাস্তবে।পর্দায় দূরত্ব মিটলেও বাস্তবে জনপ্রিয় বাংলা ধারাবাহিকের মুখ্য ভূমিকায় থাকা নায়ক-নায়িকার মধ্যে বেড়েছে দূরত্ব, এমনকি কথাও বন্ধ দু'জনের।

 

পর্দার জনপ্রিয় জুটি অথচ বাস্তবে পরস্পরের মুখ দেখাদেখি বন্ধ, টলিপাড়ায় এই ঘটনা প্রায়ই ঘটে থাকে। অতীতে অন্যতম এক বাংলা জনপ্রিয় ধারাবাহিকের জনপ্রিয় জুটির মধ্যেও ঝামেলা এসেছিল প্রকাশ্যে। 

এবারে এই সময়ের এক জনপ্রিয় ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যেও দেখা গেল ঠিক সেই ব্যাপারটি। পর্দায় তাঁদের প্রেম একটু একটু করে জমাট বাঁধলেও বাস্তবে কিন্তু সম্পূর্ণ উল্টো। পরস্পরের মধ্যে একেবারে কথা বলা বন্ধ দু'জনের। যদিও দেখলে তা বোঝার উপায় নেই। শুটিং ফ্লোরে লাইট-ক্যামেরা- অ্যাকশন ডাক শুনলেই বদলে যায় তাঁদের সম্পর্কের সমীকরণ। সেই মুহূর্ত থেকে পরস্পরের কাছাকাছি চলে আসেন তারা। ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়েও তাঁদের মধ্যে দেখা যায় না কোন জড়তা। তবে বাস্তবে কেন দূরত্ব বেড়েছে তা বলা কঠিন। যদিও প্রথম থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব তেমন ভাবে জমেনি তবে একেবারে যে বন্ধ হয়ে যাবে সামান্য কথাবার্তা তা ভাবা যায়নি।

 

 পর্দা ও বাস্তবে যে বিস্তর ফারাক, তা যেন বারবার প্রকাশ্যে আসে এভাবেই। একাধিক সময়ে দেখা গেছে, পর্দার অন্যতম জনপ্রিয় জুটিদের মধ্যে নানান কারণে বেড়েছে তিক্ততা। এমনকি পরবর্তী সময়ে একসঙ্গে কাজ করার কথা হলেও সরে এসেছেন দু'জনেই। তবে অনেক ক্ষেত্রে আবার সেই দূরত্ব মিটিয়ে কোনও জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখা গিয়েছে পর্দায়। একসঙ্গে কাজ করলে মতপার্থক্য তৈরি হবেই, সেটাই স্বাভাবিক, সেই কারণে বাড়ে দূরত্ব। তবে সেই দূরত্বের আঁচ যেন না পড়ে ধারাবাহিকে, তা অবশ্যই মাথায় রাখেন বেশিরভাগ পেশাদার অভিনেতা -অভিনেত্রীরা। তাই পর্দার সম্পর্কই জীবন্ত হয়ে ওঠে দর্শকদের কাছে। বাস্তবে আর সেই ভাবে বন্ধু হয়ে উঠতে পারেন না তারা, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এমন ঘটনা।