বলিউডের অন্যতম প্রভাবশালী এবং শ্রদ্ধেয় পরিবার হল বচ্চন পরিবার। ক্যামেরার সামনে এবং আড়ালে, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের পারিবারিক জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল চিরন্তন। বিশেষ করে জয়া বচ্চন, যিনি তাঁর স্পষ্টবাদী স্বভাব এবং দৃঢ় ব্যক্তিত্বের জন্য সুপরিচিত, তাঁর ব্যক্তিগত জীবনের খোলামেলা আলোচনা প্রায়শই শিরোনামে আসে। 

 


তাঁদের কন্যা, শ্বেতা বচ্চন নন্দা এবং পুত্র অভিষেক বচ্চন ও তাঁর পরিবার নিয়ে গড়া এই বচ্চন পরিবারের ভিতরের গল্প ঠিক কেমন? এই কৌতূহল মেটাতেই একবার মা জয়া বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এ এসে হাজির হয়েছিলেন, যেখানে তাঁরা তাঁদের পারিবারিক সম্পর্কের এক মজার ও অকপট দিক তুলে ধরেন।

 

 

ওই পর্বে জয়া এবং শ্বেতা খোলাখুলিভাবে তাঁদের মা-মেয়ের সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন। সেই আলোচনার প্রধান আকর্ষণ ছিল তাঁদের মধ্যেকার ঝগড়া ও মনোমালিন্য। অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর যখন মা-মেয়ের কাছে জানতে চান যে তাঁরা সাধারণত কী নিয়ে ঝগড়া করেন, শ্বেতা তৎক্ষণাৎ উত্তর দেন, "সবকিছু নিয়েই, আমার মনে হয়।"


যদিও জয়া বচ্চন তাঁর কন্যার এই মন্তব্যকে কিছুটা নরম করার চেষ্টা করেন। তিনি বলেন, "আমরা ঝগড়া করি না, তবে রেগে যাই।" কিন্তু শ্বেতা তা মানতে নারাজ। তিনি জোর দিয়ে বলেন, "আমরা ঝগড়াই করি, মা। এই বিষয়টা কোনওভাবেই মিষ্টি করার চেষ্টা করো না।" এই অকপট স্বীকারোক্তিই বুঝিয়ে দেয়, তারকা পরিবার হলেও সাধারণ মা-মেয়ের মতোই তাঁদের সম্পর্ক, যেখানে মতের অমিল হওয়াটা খুবই স্বাভাবিক।

 

 

তবে তাঁদের ঝগড়ার সবচেয়ে মজার বিষয়টি বেরিয়ে আসে যখন তাঁরা ফোন কেটে দেওয়ার কথা স্বীকার করেন। জয়া বচ্চন হাসতে হাসতে স্বীকার করেন যে তাঁরা রাগের মাথায় প্রায়শই ফোন কেটে দেন, তবে তা রীতিমতো মুখের উপর ফোন কাটার মতো করেই। শ্বেতা এই প্রসঙ্গে আরও একটি মজার ঘটনা যোগ করেন। তিনি বলেন, "ফোন তো তুমি কেটে দাও। যদি আমি ফোন কেটে ফেলি, মা সঙ্গে সঙ্গে আমাকে আবার ফোন করে বলবে, 'তুমি আমার চেয়ে অনেক ছোট, তুমি আমার মুখের ওপর ফোন কেটে ফেললে কী করে?' এবং এরপর তিনি নিজেই ফোন রেখে দেবেন।" এই কথা শুনে শো'তে উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়েন, যা মা-মেয়ের সম্পর্কের গভীরতা এবং রসিকতা তুলে ধরে।

 

আরও পড়ুন: 'মেয়ে লারা ও পোষ্য সারমেয়কে একই চোখে দেখি,' বরুণ ধওয়ানের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় নেটপাড়া

 


আলোচনা যখন পরিবারের পুরুষদের দিকে মোড় নেয়, শ্বেতা এবং জয়া দু'জনেই অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চনের ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব নিয়ে কথা বলেন। অভিষেক বচ্চন প্রসঙ্গে জয়া বলেন যে তাঁর ছেলে মোটেও শান্ত স্বভাবের নয়। তিনি বলেন, "অভিষেক ক্রমাগত কথা বলতে থাকে। সবকিছুতেই ওর একটা মতামত থাকে।" তবে শ্বেতা তাঁর ভাইকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে বলেন যে অভিষেক একজন 'স্মুথ অপারেটর'। 

 


শ্বেতার মতে, অভিষেক খুব বুদ্ধিমান, এবং সবসময় জানেন কীভাবে সবাইকে খুশি রাখতে হয়। তিনি বলেন, "অভিষেক এতটাই সাবলীল যে সে ঠিক উপায়ে পরিস্থিতি থেকে সরে যেতে জানে। আমিই বরং ঝামেলায় পড়ি, কারণ আমার সবকিছুতেই মতামত থাকে। যখন সে মার সঙ্গে বসে, তখন সে বলে, 'তুমিই ঠিক, মা।' আর যখন সে বাবার সঙ্গে থাকে, তখন সে বলে, তুমিই একমাত্র ঠিক, বাবা।"

 


অন্যদিকে, পরিবারের প্রধান, অমিতাভ বচ্চনকে নিয়েও তাঁরা এক মজার তথ্য প্রকাশ করেন। করণ জোহর যখন জানতে চান যে বাড়িতে পুরুষেরা বেশি মনোযোগ পান কিনা, শ্বেতা তৎক্ষণাৎ সায় দেন এবং তাঁদেরকে 'মনোযোগ আকর্ষণকারী'  বলে অভিহিত করেন। জয়া বচ্চন এই কথায় সম্মতি জানিয়ে যোগ করেন যে পরিবারের 'সবচেয়ে বড় শিশুটি' সবচেয়ে বেশি মনোযোগ দাবি করেন। করণ যখন অমিতাভ বচ্চনের নাম উল্লেখ করেন, জয়া মাথা নেড়ে তা সমর্থন করেন, আর শ্বেতাও মায়ের পক্ষ নেন।

 

 

এই পুরো আলোচনা থেকেই স্পষ্ট হয় যে তারকাখচিত জীবনযাপন করলেও, বচ্চন পরিবারে রয়েছে সাধারণ ভারতীয় পরিবারের মতো উষ্ণতা, ঝগড়া, খুনসুটি এবং একে অপরের প্রতি গভীর ভালবাসা। ওই শো-এ জয়া ও শ্বেতার এই অকপট এবং হাস্যরসাত্মক স্বীকারোক্তিগুলি পরিবারটির মজবুত বন্ধনকে তুলে ধরেছিল।