বলিউডের কালজয়ী অভিনেত্রী রেখার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই দর্শকের মধ্যে ভীষণ কৌতূহল। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যেমন বছরের পর বছর গুঞ্জন চলেছে, তেমনই আরও কিছু নাম বারবার শোনা গিয়েছে। এর মধ্যে একটি নাম হল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে ১৯৮৫ সালের একটি পুরনো রিপোর্ট, যেখানে দাবি করা হয়েছিল যে রেখা এবং ইমরান খান ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে ছিলেন। রিপোর্টে উল্লেখ ছিল, মুম্বইয়ের প্ল্যাজ হোটেলে তাঁদের একসঙ্গে সময় কাটাতে একাধিকবার দেখা গিয়েছিল। যারা কাছ থেকে সেই দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন, তাঁরা নাকি মনে করেছিলেন দু’জনের সম্পর্ক নিছক বন্ধুত্বের চেয়ে অনেক বেশি।
রিপোর্টে আরও এক চমকপ্রদ তথ্য উঠে এসেছিল। বলা হয়েছিল, রেখার মা ইমরান খানকে তাঁর মেয়ের জন্য আদর্শ জীবনসঙ্গী মনে করতেন। তিনি নাকি একসময় দিল্লিতে গিয়ে এক জ্যোতিষীর সঙ্গে পরামর্শও করেছিলেন, ইমরান তাঁর মেয়ের জন্য কতটা উপযুক্ত পাত্র হতে পারেন তা জানতে। যদিও জ্যোতিষী আসলে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা স্পষ্ট নয়। তবে রিপোর্টে দাবি করা হয়েছিল, রেখার মা পুরোপুরি আশ্বস্ত ছিলেন যে ইমরান তাঁদের পরিবারের জন্য একটি স্বাগত সংযোজন হতে পারেন।
এমনকী অনেকেই ধরে নিয়েছিলেন, খুব শিগগিরই হয়তো রেখা এবং ইমরান খানের বিয়ের খবর সামনে আসবে। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। রেখা বা ইমরান—কেউই কখনও প্রকাশ্যে তাঁদের সম্পর্কের সত্যতা স্বীকার করেননি। তাঁরা সবসময়ই নিজেদের বন্ধুত্বের সীমারেখার ভেতরেই বিষয়টি রেখেছিলেন। ফলে বিয়ের প্রসঙ্গও শুধুই গুঞ্জন হয়ে থেকে যায়।
আরও পড়ুন: 'এখানে কি পড়ে পড়ে ঘুমাতে এসেছো?' আমাল মালিককে তুলোধোনা সলমন খানের! তুলকালাম 'বিগবস'-এর ঘরে
বর্তমানে প্রায় চার দশক পর সেই পুরনো রিপোর্ট আবার সামনে আসায় নস্টালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা। অনেকেই মনে করছেন, তখনকার সময়ে বলিউডের গ্ল্যামার ও আন্তর্জাতিক ক্রিকেটের তারকা যদি একসঙ্গে পথ চলতেন, তবে সেটি নিঃসন্দেহে যুগান্তকারী জুটি হয়ে উঠত। তবে বাস্তবে তা আর ঘটেনি।
রেখা আজও রহস্যময়ী নায়িকা, তাঁর জীবন নিয়ে এখনও অসংখ্য কাহিনি ভেসে বেড়ায়। আর ইমরান খান পাকিস্তানের ক্রিকেট ও রাজনীতিতে এক বিশাল অধ্যায় রচনা করেছেন। দু’জনের নাম একসঙ্গে এলেও, সম্পর্কের সেই অধ্যায় ইতিহাসের পৃষ্ঠায় রয়ে গেছে শুধুই কৌতূহল আর কল্পনার গল্প হিসেবে।
আজও রেখার রূপের জাদু নজর কাড়ে অনুরাগীদের। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারওর অজানা নয়। প্রকাশ্যে নিজেই স্বীকার করেন এই কথা। যদিও এক সময় পর্দার 'উমরাওজান' সকলকে চমকে দিয়ে বিয়ে করেন দিল্লির এক ব্যবসায়ীকে ৷ মুকেশ আগরওয়ালের সঙ্গে রেখার বিয়ের খবর নিয়ে সেই সময় চলে জোর চর্চা ৷ তবে বড়ই ক্ষণস্থায়ী ছিল রেখার বিবাহিত জীবন ৷ বিয়ের মাত্র সাত মাসের মাথায় মুকেশ আগরওয়ালের আত্মহত্যার খবরে অবসাদ গ্রাস করে রেখাকে।

এক সাক্ষাৎকারে রেখা জানান, তাঁদের বিয়ে দুই পরিবারের পক্ষ থেকেই ঠিক করা হয়েছিল ৷ দু'জনের মধ্যে কোনওরকম প্রেমের সম্পর্ক ছিল না। রেখা সেই সাক্ষাৎকারে আরও জানান, বিয়ের আগে মাত্র একবার তিনি মুকেশের সঙ্গে দেখা করেছিলেন ৷ তাই বিয়েটা ভাগ্যের পরিহাস হিসাবেই দেখেন তিনি।
