কত সম্পর্কই না নিত্য দিন তৈরি হয়, কিন্তু কটার 'হ্যাপি এন্ডিং' হয়? কিন্তু প্রাক্তন মানেই কি কেবলই তিক্ততা? হয়তো না। অন্তত তেমনটাই মনে করেন অভিনেত্রী, নৃত্যশিল্পী মমতা শঙ্কর। তাঁর সঙ্গে তাঁর প্রাক্তনের সম্পর্ক কেমন বর্তমানে সেটাই সম্প্রতি ভাগ করে নিলেন আজকাল ডট ইন-এর সঙ্গে। 

সামনেই মুক্তি পাচ্ছে দেরি হয়ে গেছে। সপ্তাশ্ব বসুর ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অঞ্জন দত্ত এবং মমতা শঙ্করকে। ছবিতে তাঁরা দু'জন, দু'জনের প্রাক্তনের চরিত্রে অভিনয় করবেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই পদ্মশ্রী মমতা শঙ্কর জানান তাঁর প্রাক্তনের সঙ্গে ব্যক্তিগত জীবনে কোনও তিক্ততা নেই। বলেন, "মুখোমুখি হয়েছি দু'জনে। দেরি হয়ে গেছে বলতে হয়নি। আমি হয়তো আগের জন্মে অনেক ভাল কাজ করেছি যার জন্য এই জন্মে এত পাচ্ছি। আমার যার সঙ্গে সম্পর্ক ছিল, তাঁর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেলেও এখনও ভীষণ সুন্দর সম্পর্ক আছে। আমার, আমার বর মানে বাপিদা, আমার ছেলেদের... সবার সঙ্গে তাঁর খুব ভাল সম্পর্ক আছে। এরম কখনও হয়নি যে দেখা হলে তিনি ওইদিক থেকে চলে যাবেন, আমি এইদিক থেকে চলে যাব। কোনও রকম তিক্ততা নেই।" 

বর্ষীয়ান অভিনেত্রী এদিন আরও বলেন, "আমি এই তিক্ততা জিনিসটা পছন্দ করি না। আমার মনে হয় আমাদের জীবনটা কতটুকু। পরের মুহূর্তে কী হবে আমি তাই জানি না। যতটুকুতে আছি, তাতে আমি সবাইকে ভালবাসব। পাগল হলে আলাদা, কিন্তু ভালবেসে যতটা করা যায়, আমার মনে হয় না রাগ করে, কটূ কথা বলে, গালাগালি দিয়ে কিছু পাওয়া যায় বলে। বরং অনেক কিছু হারিয়ে যায়।" 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মমতা শঙ্করের প্রথম ছবি 'মৃগয়া' -তে তিনি জুটি বেঁধেছিলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। সেই ছবি করতে গিয়েই তাঁরা একে অন্যের প্রেমে পড়েন। বিয়ের পাকা কথা পর্যন্ত হয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তা হয় না। পরবর্তীতে চন্দ্রদয় ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মমতা শঙ্কর।

আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে 'দেরি হয়ে গিয়েছে'। ছবিটির প্রযোজনা করেছেন সপ্তর্ষি সেন, ডক্টর উদয় মোদী এবং শুভদীপ (পিকে)। ছবির গল্পের ভাবনা সপ্তর্ষি সেন এবং অপলা চৌধুরীর। অর্ণব ভৌমিক এবং এম রানা এই ছবির সংলাপ লিখেছেন।