নিজস্ব সংবাদদাতা: সাইকোলজিক্যাল থ্রিলারে সমকামী চরিত্র নিয়ে বড়পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা সরকার। আসছে পায়েল চৌধুরী পরিচালিত, জয়ন্ত মুখোপাধ্যায় প্রযোজিত ছবি 'বৃষ্টির রাত্রি'। এই ছবিতেই একেবারে ভিন্ন রূপে ধরা দিতে চলেছেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী পামেলাকে। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রবাসী প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়। নতুন বছরেই শুরু হবে ছবির শুটিং। তার আগে প্রকাশ্যে তারকাদের প্রথম ঝলক।


ছবি প্রসঙ্গে পরিচালক পায়েল চৌধুরী বলেন, "শুধু সমপ্রেম নয়, আরও বিষদে বলতে গেলে 'বৃষ্টির রাত্রি' একটি সাইকোলজিক্যাল থ্রিলার। প্রিয়াঙ্কা ও পামেলা দু'জনকে ভেবেই ছবির চিত্রনাট্য লিখেছিলাম। প্রিয়াঙ্কা আমার খুব প্রিয় অভিনেত্রী। ওঁর সঙ্গে শ্যুট করার জন্য মুখিয়ে রয়েছি।"


ছবির গল্পে বৃষ্টি নামের এক পরিচালক, মায়ের মৃত্যুর পর নতুন ছবির গল্প লেখার জন্য শহরের কোলাহল থেকে দূরে একটি ফার্ম হাউজে আসে। সেখানে তার পরিচয় হয় নীলেশ ও তার স্ত্রী রাত্রির সঙ্গে। নীলেশ এবং রাত্রির মধ্যে বয়সের ব্যবধান তাদের সম্পর্কের অন্যতম জটিলতা। সেটাও বুঝতে পারে বৃষ্টি, এবং ধীরে ধীরে রাত্রির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সে। তবে এর মধ্যেই রাত্রির জীবনের গভীর কিছু সত্যি সামনে আসে। এরপর কোন দিকে মোড় নেবে গল্প? সেই উত্তর দেবে পায়েল চৌধুরীর এই ছবি। 

ছবিতে ক্যামেরার দায়িত্ব সামলাচ্ছেন তন্ময় আচার্য। এডিটে রয়েছেন অয়ন আচার্য। সঙ্গীত পরিচালনায় সৌম্য সরকার। পৌষালি বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে থাকছে একটি গান।