সংবাদ সংস্থা মুম্বই: জীবনের শেষ খেলা খেলতে নেমে আর ওঠা হল না। বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং খ্যাতনামা পোলো খেলোয়াড় ও ব্যবসায়ী সঞ্জয় কাপুর আর নেই। ব্রিটেনে, পোলো খেলার মাঠেই মৃত্যু হয়েছে ৫৩ বছর বয়সি সঞ্জয়ের। আর তাঁর মৃত্যুর পেছনের কারণ শুনলে আপনি স্তম্ভিত হবেন—জানা যাচ্ছে, খেলার সময় উড়ে আসা একটি মৌমাছি আচমকাই সঞ্জয়ের মুখে ঢুকে তাঁকে হুল ফোটায়, আর সেই দংশন থেকেই শুরু হয় তাঁর তীব্র হৃদ্রোগের উপসর্গ। মাঠেই সশব্দে তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গেই চিকিৎসা পৌঁছে গেলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় ঘটনাস্থলেই!
সঞ্জয় কাপুর পোলো খেলাকে শুধু খেলা নয়, জীবনের একটা বড় অংশ হিসেবে দেখতেন। ঘোড়া ও খেলার প্রতি গভীর ভালবাসার জন্যই তাঁর এই খেলায় প্রবেশ এবং পরবর্তী সময়ে একটি নিজস্ব পোলো টিম ‘ওরাস’ গঠন। সেদিন তিনি খেলছিলেন হোটেল ব্যবসায়ী জয়সল সিং-এর দল ‘সুজন’-এর বিরুদ্ধে। খেলাই হয়ে উঠল জীবনের শেষ অধ্যায়।
ব্যক্তিগত জীবন বরাবরই সংবাদমাধ্যমের চর্চার বিষয় ছিল সঞ্জয়ের। তিনবার বিয়ে করেছিলেন তিনি। প্রথম বিয়ে হয় মুম্বইয়ের ডিজাইনার নন্দিতা মহতানির সঙ্গে, সম্পর্ক ভেঙে যায় ২০০০ সালে। ২০০৩-এ বিয়ে করলেন বলিউড ডিভা করিশ্মা কাপুরকে। তাঁদের দুই সন্তান — সামাইরা ও কিয়ান। ২০১৬-তে বিবাহবিচ্ছেদ হলেও, সন্তানদের প্রতি দায়িত্ব পালন করেছেন দুই অভিভাবক মিলেই।এরপর সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সচদেবকে, যিনি একসময়ে মডেলিং করতেন এবং পরে উদ্যোগপতি হন। তাঁদের একটি সন্তান আজারিয়াস। প্রিয়ার আগের সংসারে থাকা কন্যা সাফিরাও এই পরিবারে ছিল।
উল্লেখ্য, সঞ্জয় কপূর ছিলেন দেশের অন্যতম নামী শিল্পগোষ্ঠী সোনা গ্রূপের প্রতিষ্ঠাতা সুরিন্দর কাপুরের পুত্র। মায়ের নাম রানি কাপুর। ২০০৩ সালে বাবার সংস্থায় যুক্ত হয়ে সঞ্জয় তাঁদের সংস্থাটিকে পৌঁছে দেন আন্তর্জাতিক মানচিত্রে। পরে তিনি সোনা কমস্টার-এর চেয়ারম্যান হন।
শেষ সময়ে মাঠে ছিলেন, যেখানে হৃদয় দিয়েছিলেন। শেষ নিঃশ্বাসও যেন খেলোয়াড়সুলভ ভাবেই মাঠেই ছেড়ে গেলেন সঞ্জয় কাপুর।
