সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
থ্রিলারে ইমরান হাশমি
পরিচালক নীরজ পাণ্ডের সঙ্গে এবার হাত মেলাচ্ছেন ইমরান হাশমি। নীরজের আসন্ন সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতাকে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে আলোচনাও। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সিরিজে থাকবে ভরপুর থ্রিলারের আবহ। ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ মুক্তি পাবে সিরিজটি।
এক ছবিতেই তিন চরিত্রে কঙ্গনা!
আনন্দ এল রাই পরিচালিত 'তনু ওয়েডস মনু' ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন আর মাধবন ও কঙ্গনা রানাউত। এই ছবির সিক্যুয়েলেও দেখা যায় এই জুটিকে। বলিপাড়ার অন্দরের খবর, এবার নাকি আসছে এর তৃতীয় সিক্যুয়েল। যেখানে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে দেখা যেতে পারে একসঙ্গে তিনটি চরিত্রে। যদিও এই বিষয়ে নিশ্চিত করেননি নির্মাতারা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর মাঝামাঝি সময় ফ্লোরে যাবে ছবিটি।
মীরার 'দ্বিতীয়' স্বামী শাহিদ?
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে ছবি ভাগ করে শাহিদ কাপুর এক বিস্ফোরক মন্তব্য করেন। ওই ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, তিনি মীরার দ্বিতীয় স্বামী! এই পোস্ট দেখে অবাক হয়ে যান নেটিজেনরা। কিন্তু পরক্ষণেই এই বিষয়ে খোলসা করলেন অভিনেতা। ওই পোস্টের ক্যাপশনেই তিনি লেখেন, মীরার প্রথম প্রেম হল তাঁর মোবাইল ফোন। মোবাইলই তাঁর প্রথম স্বামী। তাই শাহিদ মজার ছলে নিজেকে স্ত্রীর দ্বিতীয় স্বামী বলেছেন।
