সংবাদসংস্থা মুম্বই: শুটিং ফ্লোরেই আহত বলি অভিনেতা ইমরান হাশমি। গুরুতর আঘাত লেগেছে অভিনেতার গলায়। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই আহত হন ইমরান।
নতুন ছবি 'ঘোড়চড়ি ২' শুটিং করতে গিয়ে ঘটে এই অঘটন। ছবির শুটিং চলছিল হায়দরাবাদে। উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার একটি অ্যাকশন দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তাঁর। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে সুস্থ রয়েছেন অভিনেতা।
ইমরানকে এর আগে দেখা গিয়েছিল 'টাইগার ৩' ছবিতে। সলমন-ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান। দর্শকের থেকে প্রশংসাও পেয়েছিলেন। এর পরেই নতুন ছবি 'ঘোড়চড়ি ২' শুটিং শুরু করেন তিনি। আর শুরুতেই ঘটে এই বিপত্তি।
কিছুদিন আগেই খবর এসেছিল পরিচালক নীরজ পাণ্ডের সঙ্গে এবার হাত মেলাচ্ছেন ইমরান হাশমি। নীরজের আসন্ন সিরিজের মুখ্য ভূমিকায় নাকি দেখা যেতে পারে অভিনেতাকে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে আলোচনাও। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সিরিজে থাকবে ভরপুর থ্রিলারের আবহ। ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ মুক্তি পাবে সিরিজটি।
