টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
এলভিশ-জন্নতের নতুন প্রেম
বিতর্ক ঘিরে থাকে এলভিশ যাদবকে। তবে এবার তাঁকে নিয়ে প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, ইনফ্লুয়েন্সার জন্নত জুবেইরকে মন দিয়েছেন তিনি। একটি ইনস্টাগ্রাম পোস্টে সেই জল্পনা উস্কে দিয়েছে। এলভিশের বাহুলগ্না জন্নত।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে এলভিশকে দেখা গিয়েছে সাদা প্রিন্টেড কুর্তায়, আর উজ্জ্বল লাল শাড়িতে জন্নত একেবারে মোহময়ী। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘তেরে দিল মে হক মেরা হ্যায়’। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, তোমার হৃদয়ে আমার অধিকার।
একটি ছবিতে এলভিশকে দেখা যায় জন্নতের কোমরে হাত রেখে দাঁড়িয়ে থাকতে, আরেকটি ছবিতে রয়েছে জান্নাতের তোলা এক মিষ্টি নিজস্বী। যেখানে গাড়ি ঘোরার সময় এলভিশ জন্নতের হাত ধরে রেখেছেন। তাঁদের রসায়ন একেবারেই স্পষ্ট, আর ভক্তদেরও তা নজর এড়ায়নি।
ভারতে মুক্তি ফাওয়াদের ছবির
বাণী কাপুর এবং পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বহুল বিতর্কিত ছবি ‘আবির গুলাল ’ প্রথমে ৯ মে মুক্তির কথা ছিল। এই ছবির মাধ্যমেই ন’বছর পর বলিউডে ফিরতে চলেছিলেন ফাওয়াদ খান। তবে ২২ এপ্রিল পহালগামে সন্ত্রাসী হামলার পর ছবিটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং সরকার জানিয়ে দেয় যে, এটি ভারতে মুক্তি পাবে না।
সব বাধা কাটিয়ে ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। ছবিটি ভারতে-ও মুক্তি পাবে। মুম্বইয়ে এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘আবির গুলাল ’ ভারতে মুক্তি পাচ্ছে ২৬শে সেপ্টেম্বর। ছবির প্রযোজনা সংস্থা ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড দল সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বজুড়ে ছবিটি মুক্তি পাওয়ার দু’সপ্তাহ পর ভারতে এটি মুক্তি পাবে।
‘প্যাকেজ’ নিয়ে তৈরি তমন্না
বিজয় বর্মার সঙ্গে প্রেম ভেঙেছে আগেই। তমন্না ভাটিয়া এখন জীবন ও ভালবাসাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছেন। নিজের নতুন শো ‘ডু ইউ ওয়ানা পার্টনার ’-এর প্রচারে সহ-অভিনেত্রী ডায়ানা পেন্টির সঙ্গে হাজির হয়ে তিনি জানালেন, কেমন জীবনসঙ্গী হতে চান তিনি। বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণে কয়েক মাস ধরে আলোচনায় থাকা তামান্না এবার খোলামেলা জানালেন—
“আমি চেষ্টা করছি একজন ভাল জীবনসঙ্গী হতে। এটাই এখন আমার যাত্রা। আমি চাই, আমার সঙ্গী যেন মনে করে যে জীবনে কোনও ভাল কাজের ফলেই আমি তার জীবনে এসেছি। যে-ই সেই সৌভাগ্যবান হোক না কেন, আমি তার জন্য নিজেকে তৈরি করছি। খুব শিগগিরই এই ‘প্যাকেজ’ পৌঁছে যাবে।”
তমন্না এবং বিজয়ের সম্পর্ক নিয়ে বলিউডে অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল। খবর অনুযায়ী, দু’জনের প্রায় দু’ছরের প্রেমের ইতি ঘটে ২০২৫ সালের শুরুর দিকেই।
তাদের ঘনিষ্ঠতার সূত্রপাত ২০২৩ সালে ‘লাস্ট স্টোরিজ ২’–এর শুটিংয়ের সময়। ছবির র্যাপ-আপ পার্টির পর বিজয় নাকি তমান্নাকে প্রেমের প্রস্তাব দেন, আর সেখান থেকেই শুরু হয় তাঁদের রোম্যান্স। সেই বছরই তাঁরা প্রকাশ্যে আনেন সম্পর্কের কথা এবং মুহূর্তের মধ্যেই বলিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলির মধ্যে জায়গা করে নেন।
