সংবাদ সংস্থা মুম্বই: এবার বলিউডে এড শিরান? শুনতে যতটা অবিশ্বাস্য লাগছে, বাস্তবে ততটাই সম্ভাবনাময় এই খবর! বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ইংরেজ গায়ক এবার একেবারে বলিউডের কেন্দ্রবিন্দুতে এসে হাজির। তাও আবার শাহরুখ খানের হাত ধরে!
গত এক বছরে এড শিরানের জনপ্রিয়তা চড়চড় করে বেড়েছে ভারতে। ভারত সফরের পাশাপাশি একের পর এক কনসার্ট, মঞ্চে অরিজিৎ সিংয়ের সঙ্গে জুটি—সব মিলিয়ে এড এখন কার্যত ‘ঘরের ছেলে’। কিন্তু সবকিছুর পরেও যা ঘটে গিয়েছে, তা যেন স্বপ্নকেও ছাপিয়ে গিয়েছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে এড শিরান ও অরিজিৎ সিংয়ের যৌথ গান ‘স্যাফ্যায়ার’, যার ভিডিওতে এক ঝলক শাহরুখ খান-কে দেখে চমকে উঠেছে নেটপাড়া। এই ‘বাদশাহী-ক্যামিও’ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছানোর আগেই, এড নিজেই আরও বড় বিস্ফোরণ ঘটালেন।
ইনস্টাগ্রামে এক ফ্যান পেজ ‘স্যাফ্যায়ার’-এর বিহাইন্ড দ্য সিনস ক্লিপ পোস্ট করেছিল। সেখানে পাঞ্জাবি ভাষায় এড-কে কিছু গানের লাইন রেকর্ড করতে দেখা যায়। পাশাপাশি হিন্দি গান-ও যে তিনি গাইবেন, সেকথাও জানান তিনি। এরপরেই পোস্টে ভক্তরা লেখেন, "এডের গলায় সম্পূর্ণ পাঞ্জাবি গানটি শোনার জন্য আর তর সইছে না! ” এর উত্তরে এড নিজেই কমেন্ট করে লিখেছেন—“এই হিন্দি গানটি একটি বলিউড ছবির জন্য গাইছি, যেখানে শাহরুখ খান অভিনয় করছেন। আর এই পাঞ্জাবি গানটি অরিজিতের সঙ্গে স্যাফ্যায়ার অ্যালবামে গেয়েছি। আসলে, এইমুহূর্তে সব ভাষায় গান গাওয়ার চেষ্টা চালাচ্ছি।” অর্থাৎ সহজ কথায়, শাহরুখ অভিনীত কোনও বলিউড ছবির জন্য একটি সম্পূর্ণ হিন্দি গান গেয়েছেন এড শিরান!
এই মুহূর্তে শাহরুখ খানের হাতে একটাই বড় প্রজেক্ট—‘কিং’, পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ। আর চমক—এই ছবিতেই প্রথমবার অনস্ক্রিন জুটি বাঁধছেন কিং খান ও তাঁর কন্যা সুহানা খান। ছবির কাস্ট নজরকাড়া—দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সি।আরও মজার ব্যাপার হল, স্যাফ্যায়ার-এর শুটের ভিডিওতে এড শিরানকে দেখা গিয়েছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে স্টুডিওতে আড্ডা মারতে, যা ভক্তদের ধারণা আরও জোরদার করেছে—এদের বলা এই হিন্দি গানটা হয়তো 'কিং' ছবিরই অংশ!
হিন্দি, পাঞ্জাবি, ইংরেজি—ভাষা যে কোনও বাধাই নয়, সেটা প্রমাণ করে দিয়েছেন এড। নিজে গান লিখছেন, গাইছেন, ভিন্ন সংস্কৃতিকে জড়িয়ে ধরছেন। আর শাহরুখ খান? তিনি তো বলিউডের ‘কিং’। এর আগে ‘রা ওয়ান’ ছবিতে আরও এক বিখ্যাত পপস্টার অ্যাকনের সঙ্গে তাঁর যুগলবন্দি কাঁপিয়েছিল গোটা দেশকে। এড শিরান যদি এমনভাবেই এগোতে থাকেন, তবে হয়তো পরের সফরে তাঁকে সত্যিই আধার কার্ড নিতে দেখা যাবে—ঠিক যেমন নেটপাড়া বলছে!
বলিউড এখন প্রস্তুত, শাহরুখের সঙ্গে এড শিরান নামক আন্তর্জাতিক তুফান-কে জড়িয়ে ধরার জন্য!
