সংবাদ সংস্থা মুম্বই:  বড়সড় আর্থিক প্রতারণার মামলায় কেলেঙ্কারির তদন্তে নেমে ১৯.৬১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মুম্বইয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যার সঙ্গে যুক্ত বিভিন্ন পরিচালক, গোষ্ঠী এবং অন্যান্য ব্যক্তিরা। ‘কর্ম ডেভলপার্স’ নামে একটি সংস্থা মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ। ২০২৩ সালে বোম্বে হাইকোর্ট এই বিষয়ে মহারাষ্ট্র পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। চাঞ্চল্যকর বিষয় হল, অভিনেতা বিবেক ওবেরয় এই প্রকল্পের অন্যতম অংশীদার ছিলেন! তিনি নিজে কর্ম রেসিডেন্সি  (ধসাই গ্রাম, শাহপুর), কর্ম পঞ্চতত্ব (কাঁসাগাঁও,শাহপুর) এবং কর্ম ব্রহ্মান্ড (কেলভে রোড, পলঘর)-এর মতো প্রকল্পগুলির প্রচার করেছিলেন। কিন্তু ১১,৫০০-রও বেশি ক্রেতা আজ পর্যন্ত তাঁদের প্রতিশ্রুত বাড়ি পাননি!

 

 

জানা গিয়েছে, ‘কর্ম ইনফাস্ট্রাকচার’ নামে সংস্থাটি ‘মিশন ৩৬০’ নামে প্রচার চালিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছিল। কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে, তারা নকল নথি বানিয়ে কৃষিজমিকে আবাসনের জমি বলে বিক্রি করেছিল! যার ফলে হাজার হাজার ক্রেতা তাঁদের কষ্টার্জিত টাকা হারান। তবে এই ব্যাপারে ইডির সাম্প্রতিক পদক্ষেপের পর, প্রতারিত গৃহক্রেতারা দাবি তুলেছেন দোষীদের কঠোর শাস্তির এবং এই আটক সম্পত্তি বিক্রি করে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হোক। 

 

এদিকে, মামলার বিতর্ক চলাকালীন বিবেক ওবেরয় মন দিয়েছেন তাঁর ফিল্ম কেরিয়ারে। ‘লুসিফার’-এ ভিলেন ববি-র চরিত্রে প্রশংসা কুড়ানোর পর তিনি এখন মোহনলালের ‘এল ২: এমপুরান’ নিয়ে উচ্ছ্বসিত!

 

তবে প্রশ্ন উঠছে—এই কেলেঙ্কারিতে ওবেরয়ের ভূমিকা ঠিক কী? দায় নেবেন, না কি পাল্টা মুখ খুলবেন?