সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে দিয়ে নাচালেন রণবীর! 
গত ২১ নভেম্বর সাতপাকে বাঁধা পড়লেন পদ্মজা এবং রমা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তেনা। উদয়পুরে বসেছিল এই কোটিপতির মেয়ের বিয়ের আসর। সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতা, যেমন রণবীর সিং, শাহিদ কাপুর, কৃতি শ্যানন প্রমুখ। এই বিয়ের অনুষ্ঠানেই এদিন 'রকি অর রানি কী প্রেম কাহানি' ছবির থেকে 'হোয়াট ঝুমকা'য় নাচেন রণবীর। কেবল নিজে নয়, তাঁর সঙ্গে তিনি নাচান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং তাঁর প্রেমিকা বেটিনা অ্যান্ডারসনকেও। রণবীর সিং এদিন সাদা শার্ট এবং কালো স্যুট পরেছিলেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে কালো শেরওয়ানিতে দেখা গিয়েছে এদিন। তাঁর প্রেমিকা পরেছিলেন সোনালি রঙের একটি লেহেঙ্গা। এদিন 'আঁখ মারে' গানেও নাচতে দেখা যায় বড়পর্দার 'সিম্বা'কে। বাদ দেননি 'আপনা টাইম আয়েগা' গানেও সকলকে মাতিয়ে রাখতে। করণ জোহর এদিনের অনুষ্ঠানে সঞ্চালনা করেন। বিভিন্ন গানে পারফর্ম করেন জাহ্নবী কাপুর, শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, জ্যাকলিন ফার্নান্দেজ, প্রমুখ। 

'জি লে জারা' নিয়ে কথা বলতে গিয়ে কোন নিরাপত্তাহীনতার কথা তুললেন ফারহান? 
ফারহান আখতারের 'ডন ৩' কবে আসবে, কেবল সেটা নিয়ে যে দর্শকদের মনে হাজারো প্রশ্ন রয়েছে সেটাই নয়, 'জি লে জারা' কবে আসবে সেটাও জানতে উদগ্রীব সকলেই। ২০২১ সালে ছবিটির কথা ঘোষণা হলেও, এখনও পর্যন্ত বিন্দুমাত্র কাজ এগোয়নি। ঘোষণা মতো এই ছবিতে ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটকে দেখা যাবে। কিন্তু কেন লাগাতার পিছিয়ে যাচ্ছ ছবির কাজ? অবশেষে কী জানালেন পরিচালক-অভিনেতা? ফারহান আখতার সম্প্রতি তাঁর নতুন ছবি '১২০ বাহাদুর' -এর প্রচারে এসে বলেন, 'আমার ছবি তুফান ২০২১ সালে মুক্তি পায়। ঠিক তারপরই জি লে জারা ছবিটা পরিচালনা করার কথা ছিল। কিন্তু ছবিটি নানা কারণে বারবার পিছিয়ে গিয়েছে, এটার জন্য আমি অন্য সমস্ত কাজকে গত দুই বছর ধরে না করে গিয়েছি। আমি ওই ছবিটা করব যখন, কেবল তাতেই মনোনিবেশ করতে চেয়েছিলাম। এমনকী আমার কাছে অভিনয়ের কোনও সুযোগ এলে সেটাও ফিরিয়ে দিয়েছি।' ফারহান জানান সেই সময়টা তাঁর জন্য দারুণ স্ট্রেসফুল একটা সময় ছিল। খুব চাপের মধ্যে কেটেছে তাঁর সময় এভাবে আড়াই বছর ধরে ছবিটির কাজ পিছিয়ে যাওয়ার কারণে। অভিনেতা, পরিচালক এদিন এও জানান, 'নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিলাম। ভাবছিলাম, সবাই হয়তো ভাবছেন আমি হয়তো আর পরিচালন করতে পারব না। কারণ শেষ ছবি আমি যেটা পরিচালনা করেছি সেটা ১২ বছর আগে। তারপর থেরাপিস্টের কাছে যাই, গোটাটা বলার পর বুঝি সমস্যাটা কোথায়। ঠিক করে নিই এবার এই ছবি থেকে সরে আসার সময় হয়ে গিয়েছে।' তবে কি আর আসবেই না 'জি লে জারা'? প্রশ্নটা থেকেই গেল। 

নতুন করে উসকে গেল প্রেম চর্চা! কী কাণ্ড ঘটালেন পলক-ইব্রাহিম? 
বিগত বেশ কিছু সময় ধরেই পলক তিওয়ারি এবং ইব্রাহিম আলি খানের সম্পর্ক চর্চায় রয়েছে। যদিও দুই স্টার কিডই বারংবার জানিয়েছেন যে তাঁরা কেবলই ভাল বন্ধু, কিন্তু মাঝে মধ্যেই তাঁদের একত্রে সময় কাটাতে দেখা গিয়েছে। সম্প্রতি মুম্বইয়ের একটি ইভেন্টে তাঁদের আবারও একত্রে দেখা গেল। তাঁরা দু'জনে একসঙ্গে একটি গাড়িতেই সেই ইভেন্টে আসেন। সেই জায়গায় পৌঁছিয়েই চিত্রসাংবাদিকদের মুখোমুখি না হয়ে, একপ্রকার তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে যান। অভিনেত্রীকে এদিন কালো পোশাক পরে এসেছিলেন।