পুজোর পরই হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচার করতে হচ্ছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আজ আমায় একটি ছোট অস্ত্রোপচার করাতে হবে। সেই কারণে ফোন বা মেসেজের উত্তর দিতে পারব না। খুব প্রয়োজন হলে মেসেজ করে রাখতে পারেন, খুব শীঘ্রই ফিরছি।’ শুটিংয়ের মাঝে কী এমন হল অভিনেত্রীর? কেন তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হল দিতিপ্রিয়াকে?
দিতিপ্রিয়ার মায়ের সঙ্গে যোগাযোগ করা হল তিনি জানান, বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে দিতিপ্রিয়াকে। এই মুহূর্তে অস্ত্রোপচার চলছে। তবে চিন্তার কোনও কারণ নেই। অনেকদিন ধরেই শুটিংয়ের মাঝে নাক দিয়ে রক্ত পড়ত, তবে সেই নিয়েও শুটিং চালিয়ে গেছেন দিতিপ্রিয়া। নাকের একটি সমস্যার কারণে এমনটা হত, তাই আর বেশি দেরি না করে অস্ত্রোপচার করে ফেলছেন দিতিপ্রিয়া। তবে যেহেতু তেমন বড় কিছু নয় তাই আজই হাসপাতাল থেকে বাড়ি চলে যাবেন অভিনেত্রী। তবে বৃহস্পতিবার থেকেই শুটিং শুরু করতে পারবেন না। কিছুদিন পর আবার শুটিংয়ে ফিরবেন পর্দার অপু অর্থাৎ দিতিপ্রিয়া।
বেশ কয়েক বছর পর আবার ছোট পর্দায় ফেরেন দিতিপ্রিয়া। জিতু কামালের সঙ্গে তাঁর জুটিকে দর্শক প্রথম থেকেই ভালবাসা দিয়েছেন। ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ শুরু হওয়ার পর থেকেই আর্য-অপর্ণা জুটি অত্যন্ত জনপ্রিয়। তবে কিছুদিন আগে জিতু এবং দিতিপ্রিয়ার মধ্যে কিছু ভুল বোঝাবুঝিও সমস্যা সৃষ্টি হয়। এর ফলে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। তবে সব কিছু ভুলে আবার একসঙ্গে অভিনয় করে টিআরপি তালিকায় যথেষ্ট ভাল জায়গা করে নিয়েছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’।
অত্যন্ত অল্প বয়স থেকে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত দিতিপ্রিয়া। কাজ করার পাশাপাশি পারিবারিক অনেক দায়িত্ব সামলাতে হয়েছে অভিনেত্রীকে। অনেক বছর ধরেই দিতিপ্রিয়ার বাবা অসুস্থ ছিলেন। তবে মা এবং মেয়ের মনের জোরে এখন সম্পূর্ণ সুস্থ তিনি। ছোটবেলা থেকেই পরিবারের অর্থনৈতিক দিক অনেকটাই সামলেছেন দিতিপ্রিয়া। তবে এই অবদান শুধুমাত্র অভিনেত্রীর নয়। তাঁর মায়েরও। ছোটবেলা থেকে আজও দিতিপ্রিয়ার সঙ্গেই সব সময় থাকেন তিনি। শুটিংয়ে সবটা খেয়াল রাখা থেকে দক্ষ হাতে বাড়ি সামলান দিতিপ্রিয়ার মা। দিতিপ্রিয়াও ছোটবেলায় শুটিং করার পাশাপাশি সমানতালে চালিয়ে গিয়েছেন পড়াশোনা।
বড় পর্দায় ‘রাজকাহিনী’র মতো ছবি করার পাশাপাশি ছোট পর্দায় ‘করুনাময়ী রাণী রাসমণী’র মতো ধারাবাহিক এবং ওয়েব সিরিজে একাধিকবার নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী। ইন্ডাস্ট্রির সকলের কাছেই খুব আদরের দিতিপ্রিয়া। ব্যক্তিগত জীবনেও এখন নিজের মনের মানুষ খুঁজে পেয়েছেন অভিনেত্রী। তবে সেই বিষয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না তিনি। আড়ালেই রাখতে চান নিজের প্রেমকে। সব কিছুর মাঝে দুর্গাপুজোর পর দিতিপ্রিয়ার এই শারীরিক অবস্থার কথা জেনে অনেকেই চিন্তা করতে শুরু করেন। কিন্তু চিন্তার কোনও কারণ নেই, সম্পূর্ণ সুস্থ আছেন দিতিপ্রিয়া। অস্ত্রোপচার হয়ে গেলেই মা-বাবার সঙ্গে বাড়ি ফিরবেন অভিনেত্রী। কিছুদিনের বিরতি নিয়ে আবার ধারাবাহিকে ফিরবেন তিনি।
