আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
দিশা-তালবিন্দরের প্রেমের জল্পনা সত্যি?
কৃতি শ্যাননের দিদি নূপুর শ্যাননের বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রির দুই প্রিয় বন্ধু দিশা পাটানি এবং মৌনি রায়। সেই বিয়ের অনুষ্ঠান থেকেই শুরু হয় বলিউডে নতুন প্রেম চর্চা। পাঞ্জাবি গায়ক তালবিন্দরকে নাকি মন দিয়েছেন দিশা পাটানি। বিটাউনে কান পাতলে এমনই ফিসফিস কানে আসছে। এবার যেন সেই জল্পনাতেই সিলমোহর দিলেন তারকা যুগল! রবিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশা ও তালবিন্দর। এদিন প্রকাশ্যে একে অপরের হাত ধরে ধরা দেন তাঁরা। অফ শোল্ডার সাদা পোশাক পরেছিলেন দিশা। মুখোশে ঢাকা ছিল তলবিন্দরের মুখ। গায়ককে চেনা বেশে হাঁটতে দেখা যায়। ওই অনুষ্ঠানটি থেকে পরস্পরের হাত ধরে বেরিয়ে একই গাড়িতে ওঠেন দুই তারকা। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত ঝড়ের ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। আর তারপরই দিশা ও তালবিন্দরের সম্পর্ক নিশ্চিত বলে ধরে নেন অনুরাগীরা। যদিও এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি তারকা যুগল।
কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাবনায় অনুপ্রাণিত সলমনের ছবির গান?
আসছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘ব্যাটেল অফ গলওয়ান’। প্রজাতন্ত্র দিবসের আগে মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘মাতৃভূমি’। ইতিমধ্যেই অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কন্ঠে সেই গান দর্শকদের মন জয় করে নিয়েছে। দেশের প্রতি ভালবাসা, সাহস এবং আত্মত্যাগের অনুভূতি প্রকাশ পেয়েছে গানের প্রতিটি লাইন, সুরে। আর এই গানেরই মূল অনুপ্রেরণা এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ভাষণ এবং কবিতার ভাবধারা থেকে। কীভাবে দেশের জন্য মানুষ নিজের জীবন উৎসর্গ করে, তা যেন এই গানের প্রতিটি কথায় ভাবিয়েছে শ্রোতাদের। গানের দৃশ্যায়নে দেখা যায় সৈন্যদের জীবন, যুদ্ধক্ষেত্রের মুহূর্ত এবং তাদের পরিবারের আবেগময় সম্পর্ক। বিশেষভাবে সলমন খানের ভারতীয় সেনা অফিসারের চরিত্রের দৃশ্যগুলো গানটির আবেগকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে।
ওরির প্রকাশ্যে অপমানের কী জবাব দিলেন সারা?
টিউসেল টাউনে দুই তারকার সম্পর্ক ভাঙা-গড়া প্রায়ই নজরে আসে। সম্প্রতি সেই তালিকায় নতুন সংযোজন সারা আলি খান ও ওরি। প্রাথমিকভাবে অনেকে বিষয়টিকে মজার ছলে নিলেও পরে বোঝা যায়, সত্যি তাঁদের বন্ধুত্বে চিড় ধরেছে। কিছু দিন আগে ওরি তাঁর সমাজমাধ্যমে একটি রিল পোস্ট করার পরই সমস্যার সূত্রপাত। রিলে সবচেয়ে খারাপ কিছু নামের উদাহরণ দেন ওরি। যেখানে ছিল অমৃতা, সারা, পলক-এই তিনটি নাম। আসলে সারার মায়ের নাম অমৃতা সিংহ এবং সারার ভাই ইব্রাহিম আলি খানের চর্চিত প্রেমিকার নাম পলক তিওয়ারি। যদিও হঠাৎ কেন সারা ও তাঁর পরিবারকে নিশানা করেছে ওরি, তা স্পষ্ট নয়। আর এই ঘটনার পরই সমাজমাধ্যমে প্রথমবার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সারা। সরাসরি কিছু না বললেও, অভিনেত্রী একটি গান শেয়ার করেছেন যার বাংলা অর্থ বোঝায়: “প্রতিভাবান মানুষ বিতর্কে পড়ে না।” সইফকন্যা এই পোস্টের মাধ্যমে ওরিকে বার্তা দিতে চেয়েছেন বলে মত নেটিজেনদের। অনেকে মন্তব্য করছেন, এটি কৌশলপূর্ণ এবং বেশ জোরালো ইঙ্গিত। নিজেকে বিতর্কের বাইরে রাখেন এবং কাজ ও ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দেন, সারা যেন সেই ইঙ্গিতই দিয়েছেন বলে মত নেটাগরিকদের একাংশের।
