নিজস্ব সংবাদদাতা: ২০০৬ সালে শুরু হয়েছিল 'মীরাক্কেল'। জি বাংলার এই দমফাটা হাসির রিয়্যালিটি শো ২০২০ সালে ১০তম সিজন দিয়ে থেমে গিয়েছে। যদিও শেষ সিজনের জনপ্রিয়তা একেবারেই ছুঁতে পারেনি আগের সিজনগুলোকে। ১২ জুন 'মীরাক্কেল'-এর জন্মদিন। এদিন এই শো-এর প্রত্যাবর্তন নিয়ে আজকাল ডট ইন-এর কাছে মুখ খুললেন পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়।

 


এখনও পর্যন্ত ১০টি সিজন হয়েছে এই শো-এর। প্রতিবারই সঞ্চালনার দায়িত্ব সামলেছেন মীর আফসার আলি। কেন আর আসছে না 'মীরাক্কেল'-এর নতুন সিজন? পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের কথায়, "একটা এক্সপেরিমেন্ট হিসাবে শুরু হয়েছিল এই শো। এরপর এই শো-ই চ্যানেলকে সর্বোচ্চ টিআরপি এনে দিয়েছে। কিন্তু শেষ সিজনে অনেক বাধার মুখে পড়তে হয় আমাদের। প্রথমত, ওপার বাংলার যে প্রতিযোগীদের দর্শক দেখতে পছন্দ করতেন, তাঁদের অডিশন নেওয়া থেকে শুরু করে এখানে এনে শো করার মতো পরিস্থিতি আর নেই।" 

 


শুভঙ্কর আরও বলেন, "দ্বিতীয়ত, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটের উপর কৌতুক করা নিয়েও অনেক বাধা আসছে। সেন্সরশিপের কোপে পড়তে হয়েছে বেশ কয়েকবার। তাই 'মীরাক্কেল'-এর আসল রসদটা পাচ্ছেন না দর্শক।‌ সেই কারণেই আর এই শো আনার পরিকল্পনা হয়তো করছেন না চ্যানেল কর্তৃপক্ষ। যদিও এই শো-এর মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন। বর্তমানে নিজ নিজ ক্ষেত্রে তাঁরা প্রতিষ্ঠিত।" 

 


যদি কখনও 'মীরাক্কেল' ফেরে, তাহলে কি মীরকে দেখা যাবে আপনার পরিচালনায়? একটু ভেবে শুভঙ্কর বলেন, "মীরের সঙ্গে বহুবার এই বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু ওই যে সামনে অনেক বাধা। তাই আমরা মনে মনে ভাবলেও বাস্তবায়ন হচ্ছে না। তবে শো-এর জন্মদিনে আমরা প্রত্যেক সদস্যরাই নিজেদের মতো স্মৃতিতে ভাসি।"