নিজস্ব সংবাদদাতা: প্রয়াত ওপার বাংলার পরিচালক শাহ আলম মণ্ডল। শনিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

 

 

এর আগেও তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময়ে তাঁকে ইসলামিয়া ব্যাংক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হল না।

 

 

শাহ আলম মণ্ডল পরিচালিত প্রথম সিনেমা 'ভালবাসা সীমাহীন'। ছবিটিতে মুখ্য চরিত্রে ছিলেন পরীমণি। 'আপন মানুষ', 'ডনগিরি' 'লকডাউন লাভ স্টোরি' তাঁর পরিচালিত ছবিগুলোর মধ্যে অন্যতম। পরিচালকের মৃত্যুতে যেন কাছের মানুষকে হারালেন পরীমণি। সমাজ মাধ্যমে পরিচালকের সঙ্গে একটি ছবি ভাগ করে অভিনেত্রী লেখেন, 'ওস্তাদ আপনিও চলে গেলেন! আজকের দিনেই আমার নানা চলে গেলেন। আপনিও। মাফ করে দেবেন ওস্তাদ আমাদের শেষ দেখা হলই না।'

 

 

 

কাছের মানুষকে হারানোর যন্ত্রণায় ভেঙে পড়েছেন পরীমণি। প্রসঙ্গত, বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। একের পর সম্পর্কে জড়িয়েও বিচ্ছেদের পথে হেঁটেছেন নায়িকা। বহুবার হয়েছেন প্রতারণার শিকারও। এখন ছেলে ও একরত্তি মেয়েকে নিয়েই সময় কাটে তাঁর। ভাঙা-গড়ার মাঝেই নিজের জীবনকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছেন পরীমণি। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে।