সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানেই গনগনে বিতর্ক, সাহস আর বিস্ফোরক সব ব্যাপার। আর এবার তাঁর নতুন ছবি ‘স্পিরিট’-এও সেই ধারা অব্যাহত। ‘ভারতের সবথেকে বড় তারকা’ প্রভাসকে কেন্দ্র করে তৈরি এই ছবির প্রকাশিত অডিও টিজারে এখন তোলপাড় নেটদুনিয়া।টিজারে প্রভাস আর প্রবীণ অভিনেতা প্রকাশ রাজের ভয়েসওভারেই আঁচ পাওয়া যাচ্ছে এক বিস্ফোরক মুখোমুখির। প্রকাশ রাজের চরিত্রে থাকা জেল সুপারিন্টেন্ডেন্টকে শোনা যায় সহকারীকে নির্দেশ দিতে -“ওর কাপড় খুলে নাও।” আর এই একটা সংলাপেই দাবানলের আগুন লেগে গিয়েছিল নেটপাড়ায়! সেই রেশ মিটতে না মিটতেই এবার শোনা গেল, এই ছবিতে প্রবাসের বাবার ভূমিকায় নাকি দেখা যাবে বর্ষীয়ান দক্ষিণী তারকা চিরঞ্জীবী-কে!
বেড়েই চলেছে ‘স্পিরিট’ নিয়ে আলোচনার ঝড়। কেউ বলছেন, চিরঞ্জীবী নাকি প্রভাসের বাবার চরিত্রে! কেউ আবার বলছিলেন, তিনি নাকি ছবির গুরুত্বপূর্ণ কোনও ভূমিকায় থাকছেন। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং স্পষ্ট জানালেন, সবই গুজব! সম্প্রতি এক আলাপচারিতায় ভাঙ্গা বলেন, “চিরঞ্জীবী স্পিরিট-এ নেই। তিনি প্রভাসের বাবা নন, এমনকী ছবিতে অন্য কোনও চরিত্রেও অভিনয় করছেন না।”
তবে ছবির খলনায়ক কে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা মা ডং-সিওক (ডন লি) নাকি ভিলেনের চরিত্রে রয়েছেন, শোনা গিয়েছে এ কথাও। এমন জল্পনা নিয়ে প্রশ্ন উঠতেই ভাঙ্গা অবশ্য হাসতে হাসতে উত্তর এড়িয়ে যান। ফলে আরও রহস্য ঘনীভূত হয়েছে ছবির ভিলেনকে ঘিরে।
‘স্পিরি’ট একেবারে হাই-অকটেন পুলিশ অ্যাকশন ড্রামা, যেখানে প্রভাসকে দেখা যাবে এক সাহসী আইপিএস অফিসারের ভূমিকায়— যিনি পরে নিজেই জেলে বন্দি হয়ে পড়েন। ছবিতে আরও অভিনয় করছেন তৃপ্তি দিমরি, বিবেক ওবেরয় ও প্রকাশ রাজ। প্রভাসের জন্মদিনে প্রকাশিত ‘সাউন্ড স্টোরি’ টিজার-টি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে যেখানে দৃশ্য নেই, কেবল শব্দেই ফুটে উঠেছে গল্পের তীব্রতা, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। পাঁচ-পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছিল সেই টিজার। নেটপাড়ায় প্রশ্ন, স্পিরিট ছবিতে প্রভাসের নগ্ন দৃশ্যের ইঙ্গিত কি দেওয়া হয়েছে ছবির প্রি-টিজারেই? এই প্রশ্নের জবাব খুঁজতে উত্তাল নেটদুনিয়া! সেখানে এক প্রাক্তন পুলিশ অফিসারকে আনা হচ্ছে। জেলর তাঁর সহকারীকে বলেন, শৃঙ্খলা বজায় রাখো, কিন্তু পরমুহূর্তেই শোনা যায় সেই বিস্ফোরক নির্দেশ, “ওর কাপড় খোলো!”
এই সংলাপ ঘিরেই এখন জল্পনার ঝড়, প্রভাস কি তবে নগ্ন দৃশ্যে অভিনয় করতে চলেছেন?দক্ষিণে অবশ্য ফিসফাস শুরু হয়ে গিয়েছে, ছবিতে নাকি সাহসী এক দৃশ্য থাকছে যেখানে প্রভাসকে দেখা যেতে পারে একদম নতুন আঙ্গিকে। তবে সেটি কতটা ‘বোল্ড’ হবে, আর কেমনভাবে পর্দায় ধরা পড়বে, তা নিয়ে এখনই মুখ খোলেননি পরিচালক বা অভিনেতা কেউই।
অন্যদিকে চিরঞ্জীবীকে এবার দেখা যাবে অনিল রাভিপুরীর পরিচালনায় ‘মানা শংকর বরপ্রসাদ গারু’ ছবিতে, যা মুক্তি পাবে আগামী বছর।
তবে একথা নিশ্চিত, ‘স্পিরিট’ নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে পাহাড়প্রমাণ কৌতূহল।
