মুক্তি পাওয়ার অপেক্ষায় রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'লক্ষ্মীকান্তপুর লোকাল'। ৭ নভেম্বর, ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিনের দিন মুক্তি পেল ছবির গান 'সোনা বন্ধু রে'। আর সেই গান লঞ্চের অনুষ্ঠানের আগে পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আনলেন ছবির লেখক অভ্র চক্রবর্তী। কী জবাব দিলেন পরিচালক? 

কী ঘটেছে? ৭ নভেম্বর গঙ্গাবক্ষে চলে 'লক্ষ্মীকান্তপুর লোকাল' ছবির জোড়া উদ্‌যাপন। একদিকে ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিনের উদ্‌যাপন করা হয়, অন্যদিকে মুক্তি পায় এই ছবির গান 'সোনা বন্ধু রে'। আর সেই গান লঞ্চ ইভেন্টের ঠিক আগের দিন অর্থাৎ ৬ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় 'লক্ষ্মীকান্তপুর লোকাল' ছবির নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ আনেন লেখক। অভ্র চক্রবর্তী এদিন তাঁর পোস্টে লেখেন, 'লক্ষীকান্তপুর লোকালের গল্প চিত্রনাট্য সংলাপ লিখেছিলাম আমি আর গৌতম। কোনও খবরে আমাদের নাম উচ্চারণ করা হয় না। পোস্টার লঞ্চের পর থেকে কোনও ইভেন্টে ডাকাও হয় না। তাতে আমাদের কোনও অসুবিধে নেই। কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়া বাকি অভিনেতা-অভিনেত্রীরাও জানেন না, ছবিটার লেখক কে। কৌশিকদাও জানতে পারত না যদি না 'আবার রাজনীতি'র আউটডোরে কৌশিক দার সঙ্গে দেখা হতো। যদিও এখন পর্যন্ত পোস্টারে নাম আছে, আশা করি সিনেমাতেও শুরুর টাইটেল পেজে নাম থাকবে। নেহাত নতুন লিখতে আসিনি। আর হ্যাঁ চেয়ে কাজ পাইনি, ডেকে সম্মান দিয়ে লিখতে বলা হয়েছিল।' তিনি আরও লেখেন, 'এটা যে হতে পারে সেটা আমি একদম কিছুই আন্দাজ করিনি তা নয়, কারণ ফাইনাল ড্রাফট দেওবার পর সবাই রাজি হওয়ার পর কিছু বদলের দরকার ছিল, সেটা আমি পরিচালকের সঙ্গে বসে করতে চেয়েছিলাম। কিন্তু উনি ওঁর সহযোগী পরিচালককে নিয়ে চেঞ্জ করেন, কিন্তু অনেকবার চাওয়া সত্বেও আমাকে স্ক্রিপ্ট পাঠানো হয়নি। যে স্ক্রিপ্টে শুটিং হয়েছে সেটা আমি আজ অবধি চোখে দেখিনি।' 

এদিন গায়িকা ইমন চক্রবর্তীর গাওয়া 'সোনা বন্ধু রে' গানটির লঞ্চে রামকমল মুখোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিল আজকাল ডট ইন। সেখানেই অভ্র চক্রবর্তীর আনা অভিযোগের প্রসঙ্গ ওঠে। তাতে পরিচালক সাফ জানান, তিনি সোশ্যাল মিডিয়া দেখার সময় পান না। ফলে তিনি যে এই অভিযোগকে বিশেষ পাত্তা দিতে নারাজ সেটা স্পষ্ট। 

আগামী ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে 'লক্ষ্মীকান্তপুর লোকাল'।  রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজনন্দিনী পাল, পাওলি দাম, সায়নী ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ, প্রমুখ।