নিজস্ব সংবাদদাতা: কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়- ফেডারেশনের একাংশ কেন এই পরিচালকদের শুটিং বন্ধ করেছেন, তা ফেডারেশনের কাছে জানতে চেয়ে টলিপাড়ার পরিচালক সংগঠন আলোচনায় বসেছিল। সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতি ডেকেছিলেন পরিচালকরা। যদিও আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা। ফের শুরু হয়েছে স্টুডিওপাড়ার কাজ।
কিন্তু ফেডারেশন-পরিচালকদের এই দ্বন্দ্ব শুরু হয় গত বছর পুজোর আগে থেকে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবির শুটিং বন্ধ হওয়ার প্রতিবাদে একজোট হয়েছিলেন ডিরেক্টরস গিল্ডের সদস্যরা। তখনও রাহুলকে যোগ্য সম্মান দিতে এবং তাঁর কাজ শুরু করার আবেদনে কর্মবিরতির ডাক দিয়েছিলেন পরিচালকরা। যদিও সেই ছবির শুটিং এখনও বন্ধ। তবে রাহুলের পাশে দাঁড়িয়ে পরিচালক মহল প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন। কিন্তু এবার শোনা যাচ্ছে, এই ডিরেক্টরস গিল্ড ছেড়ে নাকি পরিচালকদের পুরোনো গিল্ড ইআইএমপিডিএ (ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন)-এ যোগ দিতে চলেছেন রাহুল মুখোপাধ্যায়।
দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, পরিচালকদের পুরোনো গিল্ড ইআইএমপিডিএ (ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন) নাকি নতুন করে জেগে উঠছে। সেখানেই দলে দলে যোগ দিচ্ছেন বহু পরিচালক। রাহুলও কি এবার সেই দলে? সংগঠনের সম্পাদক শুভমের কথায়, "আমাদের এই সংগঠন শতাব্দীপ্রাচীন। সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায়, তপন সিংহের মতো পরিচালকেরা এই সংগঠনের সদস্য ছিলেন। বছর পাঁচেক আগে সম্ভবত কোনও মতানৈক্য থেকেই নতুন পরিচালক সংগঠনের জন্ম। যেখানে যোগ দেন বহু পরিচালক। তাঁদেরই কিছু আবার ফিরে আসছেন। রাহুল আবেদন জানিয়েছেন। এরপর বেশকিছু বিধি রয়েছে। সেগুলো সম্পন্ন হলেই তিনিও যুক্ত হতে পারবেন।"
এই বিষয়ে ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত সেন বলেন, "সবাই স্বাধীন। তাই কারওর কোনও কাজ নিয়ে প্রশ্ন তোলার বা মন্তব্য করার অধিকার আমার নেই। রাহুলের যেটা ঠিক মনে হয়েছে, করেছে।"
