বাংলা ওয়েব দুনিয়ায় ফের হাজির হচ্ছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। তাঁর হাত ধরে আসছে ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘কর্মা কোর্মা’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজটির পোস্টার, আর সেই পোস্টারেই পুলিশের উর্দিতে নজর কেড়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আছেন সোহিনী সরকার, ঋতাভরী চক্রবর্তীও। এ ছবি কোনও রম-কম অথবা পরকীয়া সম্পর্কের গল্প নিয়ে নয়। নিখাদ মার্ডার মিস্ট্রি। এই সিরিজে কোনও কোনও জায়গায় মজার সূক্ষ্ম ছোঁয়া থাকলেও, তাতে অন্ধকারের তীব্রতাটাই বেশি ফুটে উঠবে বলে খবর। এবার জানা গেল, ছবিতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কল্পন মিত্র। খবর, তোপসে চরিত্রে খ্যাত এই অভিনেতাকে নাকি সম্পূর্ণ অন্যরকমের ভূমিকায় দর্শক আবিষ্কার করবে এই সিরিজে। এবং এই দাবি আর কেউ নয়, করলেন খোদ পরিচালক।

কল্পনকে নিয়ে সমাজমাধ্যমের পাতায় নাতিদীর্ঘ একটি পোস্ট লিখেছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। তিনি লিখলেন, “আমাদের একটা অদ্ভুত অভ্যাস আছে। অভিনেতাদের স্টিরিওটাইপ করতে ভালবাসি। কাউকে একটা চরিত্রে সফল হতে দেখলেই, তাঁকে সুন্দর করে একটা বাক্সে ভরে রাখি। লেবেল লাগিয়ে, নাম লিখি, আর ঠিক করে দিই সে এখানেই থাকবে। সেখান থেকে বেরোনোর দরকার নেই। কারণ তাতে ভাবার ঝামেলা কমে যায়, কল্পনারও। বিশেষ করে যেসব তরুণ অভিনেতা কোনও জনপ্রিয় চরিত্রে ব্রেক পান, তাঁদের ক্ষেত্রে এই প্রবণতা আরও নির্মম।
কল্পন মিত্র সেই বাক্সের ভেতরটা খুব ভাল চেনেন। অনেকের কাছেই তিনি এখনও ফেলুদার তোপসে-সভ্য, ভদ্র, বিশ্বস্ত জুনিয়র। ‘ভবিষ্যতে ভাল করবে’ এই বিশেষণে আটকে থাকা এক চিরকালের প্রতিশ্রুতি। কিন্তু কর্মা কোর্মা একটা কথা খুব স্পষ্ট করে বলে দেবে কল্পন আর প্রতিশ্রুতি নয়। এখন সে ডেলিভারি।

নীল'-এর চরিত্রে কল্পন ‘অভিনয়’ করেনি। সে চমক দেয় না, নিজেকে জাহিরও করে না। সে ক্যামেরার সঙ্গে মিশে গিয়েছে, ঠিক যেভাবে বাস্তব মানুষরা দৃশ্যে ঢুকে পড়ে। তাঁর চোখে আছে স্বাভাবিক আত্মবিশ্বাস, আচরণে খানিক অপ্রস্তুত মাধুর্য, আর প্রয়োজনের মুহূর্তে এক অপ্রত্যাশিত তীব্রতা। সে কোনওকিছু করেই দর্শকের মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করে না, সবকিছু ধীরে ধীরে তার যোগ্যতা প্রমাণ করে।
এই নীল চরিত্রটাই দর্শককে স্তব্ধ করে দেবে। প্রশ্ন উঠবে, “এই অভিনেতা কে?” আর তখন উত্তরটা আর তোপসে হবে না।
উত্তরটা হবে, কাল্পন মিত্র!
এই পরিচয়টা বহুদিন ধরেই কল্পন ডিজার্ভ করত। 'কর্মা কোর্মা' শুধু সেটা মনে করিয়ে দিল।”
পরিচালকের তরফে এহেন প্রশংসা পেয়ে আপ্লুত কল্পন। তিনি পাল্টা লেখেন, “এই কৃতজ্ঞতা প্রকাশ করার মতো শব্দ হয়তো আমার কাছে ঠিকঠাক গুছিয়ে নেই। তবু সরল ভাবে, একেবারে খোলাখুলি বলতেই চাই, ধন্যবাদ। প্রতিম ডি. গুপ্ত, নীলের জুতোটায় আমাকে পা রাখতে দেওয়ার জন্য ধন্যবাদ। শুরুর মুহূর্ত থেকেই আমাকে বিশ্বাস করার জন্য, আর কাজটা জুড়ে পাশে দাঁড়ানোর জন্য। আপনার সেই ভরসাটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান।”
কল্পনের অভিনয় সম্পর্কে পরিচালকের সঙ্গে সহমত প্রকাশ করেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কল্পনের সঙ্গে অনির্বাণ ‘ফেলুদা’ সিরিজে অভিনয় করেছেন, ‘জটায়ু’র চরিত্রে। তিনি লেখেন, “আমি কল্পনের বিষয়ে প্রতিটি শব্দের সঙ্গে একমত। ওর আরও অনেক কিছু প্রাপ্য।”
