নভেম্বরের শেষ দিকে সমস্ত জটিলতা কাটিয়ে মুক্তি পেয়েছে 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'। তারপরই বক্স অফিসে রীতিমত ঝড় তুলতে শুরু করে এই ছবি। অল্প বাজেটে ছাত্রদের নির্মিত ছবিটি দর্শকদের ভূয়সী প্রশংসা পাচ্ছে। সিনেমা হলে এখনও রমরমিয়ে চলছে এই ছবি, তার মধ্যেই বড় ঘোষণা করলেন 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবির পরিচালক জয়ব্রত দাস। আগামী ছবির আপডেট দিয়ে কী জানালেন? 

জয়ব্রত দাস এদিন সমাজমাধ্যমে জানালেন তিনি 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবিটির প্রিকুয়েল আনতে চলেছেন। অর্থাৎ এই ছবিতে দেখা গল্পের আগের ভাগ। বক্স অফিসে ভাল সাড়া পেতেই এই ঘোষণা এল তাঁর কাছ থেকে। জয়ব্রত এদিন সমাজমাধ্যমে লেখেন, 'একটা কথা এখন বলতে চাই,  কালেকশন যতই হোক না কেন, তার পুরোটাই আমরা অ্যাকাডেমির প্রিকুয়েল বানাতে ব্যবহার করব।' 

তিনি এদিন এও জানান তাঁদের তরফে শীঘ্রই ছবির মোট আয় জানাবেন। এই বিষয়ে পরিচালক জানান, 'সব হিসেব দেখে আপডেট দেব কত বক্স অফিস কালেকশন হয়েছে আমাদের ছবির! এখানে বলে রাখা ভাল আমরা নিজেরা টোটাল একুশটা টিকিট কেটেছি এই ক'দিনে,মা বাবা আর বন্ধুবান্ধবের জন্যে। কর্পোরেট বুকিংয়ের অনেকগুলো অফার এসেছিল যদিও। তবে নিজেরা কষ্ট করে সিনেমা বানিয়ে, নিজেরাই টিকিট কেটে সিনেমা হলের ফাঁকা সিট ব্লক করার ইচ্ছে বা আর্থিক সামর্থ্য আমাদের কোনওটাই ছিল না এবং এখনও নেই।' 

প্রসঙ্গত 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অমিত সাহা, ঋষভ বসু, পায়েল সরকার, অনুরাধা মুখোপাধ্যায়, প্রমুখ। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মুক্তির সময় থেকেই একাধিক সমস্যায় পড়েছিল জয়ব্রত দাসের ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। ১৪ নভেম্বর এই ছবি মুক্তির কথা থাকলেও, তা ফেডারেশন ও ইম্পার সঙ্গে নানা জটিলতা তৈরি হওয়ার কারণে সময়মতো প্রেক্ষাগৃহে আসতে পারেনি। তবে সব জটিলতা কাটিয়ে অবশেষে ২১ নভেম্বর মুক্তি পায় 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'। আর ছবি মুক্তির পর থেকেই দর্শক-সমালোচক দুই মহলেরই একটি বড় অংশ ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছে এই ছবিকে। টলিপাড়ার অনেক পরিচালক-প্রযোজক, অভিনেতারা সকলেই এক বাক্যে স্বীকার করেছেন, এই সিনেমার হাত ধরে ফের বদলেছে ছবি বানানোর সংজ্ঞা।