নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করে 'গৃহপ্রবেশ' দর্শককে উপহার দেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন শুভশ্রী গাঙ্গুলি ও জিতু কামাল। প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে এই ছবি। এই ছবি ইতিমধ্যেই পা রেখেছে কোটির ক্লাবে। ১ কোটি টাকা আয় করে ফেলেছে 'গৃহপ্রবেশ'। ছবির সাফল্যের মাঝেই হঠাৎই অঘটন! হাসপাতালে ভর্তি হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
জানা গিয়েছে, রবিবার রাত থেকেই ধুম জ্বরে আক্রান্ত তিনি। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতেই সোমবার সকালে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।রবিবার রাতে ইন্দ্রদীপ ১০৩ জ্বরে আক্রান্ত হন। এরপর থেকেই শুরু হয় কাঁপুনি। চিকিৎসকদের পরামর্শ মাফিক বেশ কিছু পরীক্ষা করানো হলে রিপোর্টে জানা যায় তিনি ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে আক্রান্ত।
যদিও বর্তমানে ইন্দ্রদীপ দাশগুপ্ত ভাল আছেন। তবে ডাক্তারদের পরামর্শে আপাতত দিন কয়েক বিশ্রামে থাকতে হবে তাঁকে।
