কিছুদিন পরেই বড়পর্দায় মুক্তি পাবে অর্জুন দত্ত পরিচালিত ছবি ‘ডিপ ফ্রিজ’। ছবির মুক্তির আগেই পরিচালকের জীবনে ঘটে গেল বড় অঘটন। দাদাকে হারালেন অর্জুন দত্ত। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্জুনের দাদা পার্থসারথি দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। 

 


জানা যাচ্ছে, কয়েক দিন ধরেই নাকি অসুস্থ ছিলেন পরিচালকের দাদা। পড়ে গিয়ে পা ভেঙে যায়। অস্ত্রোপচার হয়েছিল। সুগারের মাত্রাও বেশি ছিল তাঁর, তাই চোখের সমস্যাও হয়েছিল। কিছু দিন আগে চোখেরও অস্ত্রোপচার হয়েছিল। এর মধ্যেই সোমবার সকালে সুগার ফল করেন তিনি। একদমই সময় দেননি হাসপাতালে নিয়ে যাওয়ার। বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন অর্জুনের দাদা।

 


গত বছর 'ডিপ ফ্রিজ'-এর শুটিং শুরুর আগে মাকে হারিয়েছিলেন অর্জুন। বছর ঘুরতেই দাদাকে হারালেন। বয়স্ক বাবা, দাদা-বৌদি আর তাঁদের সন্তান— এই নিয়েই এখন অর্জুনের পরিবার। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "কী বলব আর! সবটা যেন চোখের নিমেষে ঘটে গেল। এখন আমার কাঁধে সমস্ত দায়িত্ব। বাবা-বৌদিকে আমাকেই সামলাতে হবে।" 

 

 

প্রসঙ্গত, চলতি বছর জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলার জয়গান ধ্বনি তুলেছিলেন পরিচালক অর্জুন দত্ত। বাংলায় সেরা ফিচার ফিল্ম হিসেবে বেছে নেওয়া হয়েছে অর্জুন দত্ত পরিচালিত ছবি 'ডিপ ফ্রিজ'-কে। কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক। হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁকে। 

 


সেই সময় আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগযোগ কর হয়েছিল অর্জুন দত্তের সঙ্গে। খানিক ক্লান্ত গলায় ফোনের অন্য প্রান্ত থেকে তিনি বলেছিলেন, “দ্বিতীয় জীবন পেলাম। আমার শিরদাঁড়ার দু'জায়গায় ফ্র্যাকচার হয়ে গিয়েছিল! এখন আপাতত সম্পূর্ণ বিশ্রাম। চিকিৎসকদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলব। আশা করি দ্রুত নিজের পায়ে দাঁড়াতে পেরে যাব।" 

 

 

নিজে একটু সুস্থ হতেই পরিবারে যে এমন বিপদ ঘটে যাবে, তা খুবই আকস্মিক! আপাতত নিজের পরিবারকে সামলাতে ব্যস্ত অর্জুন।