নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার পরিচিত মুখ দীপান্বিতা রক্ষিত। ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পথ চলা শুরু। সান বাংলার 'মঙ্গলময়ী মা শিতলা'য় দীপান্বিতাকে শেষ দেখেছিলেন দর্শক। ধারাবাহিক শেষ হতেই তাঁর ফেরার খবর পাওয়ার জন্য উৎসুক ছিলেন অনুরাগীরা।
অবশেষে এল সুখবর। এবার আর ছোটপর্দায় নয়। ওয়েব সিরিজে ফিরছেন তিনি। এই সিরিজের মাধ্যমেই ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন দীপান্বিতা।
বর্তমানে থ্রিলার প্রেমী দর্শকের কথা মাথায় রেখে তৈরি হয়েছে আরও একটি 'ডার্ক থ্রিলার' ঘরানার সিরিজ। সুব্রত গুহ রায়ের পরিচালনায় আসছে 'দ্য বডি'। ভরপুর রহস্যের মোড়া এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা জয় সেনগুপ্তকে। তাঁর চরিত্রেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। ইতিবাচক এবং নেতিবাচক দুই প্রভাবই থাকছে তাঁর অভিনীত চরিত্রে। এছাড়াও গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জিৎ সুন্দর চক্রবর্তী, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের সঙ্গে দিতে থাকছেন দীপান্বিতাও।
সূত্রের খবর, ইতিমধ্যেই শেষ হয়েছে শুটিং। ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ আসছে এই সিরিজ। প্রসঙ্গত, সামনেই মুক্তি পেতে চলেছে জয় সেনগুপ্ত অভিনীত ছবি 'পরিচয় গুপ্ত'। সেখানে তাঁকে এক বৃহন্নলার চরিত্রে দেখা যাবে। আর এবার নতুন এই সিরিজেও দর্শককে চমক দিতে তৈরি অভিনেতা।
