বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নাকি নতুন করে ভালবাসা খুঁজে পেয়েছেন। সেই জল্পনার কেন্দ্রে ছিলেন পরিচালক রাজ নিদিমোরু, যিনি ‘দ্য ফ্যামিলি ম্যান ২’এ সামান্থার সঙ্গে কাজ করেছিলেন। তবে গুজব শেষমেশ শিলমোহর পড়ল। ১ ডিসেম্বর, সোমবার সকালে কোয়েম্বাটুরে সদগুরুর ইশা যোগ কেন্দ্রের লিঙ্গ ভৈরবী মন্দিরে ঘরোয়া আয়োজনে বিয়ে সারলেন রাজ এবং সামান্থা। বিয়ের মুহূর্তের ছবি শেয়ার করেই সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা জানিয়ে দিলেন দু’জনেই।
লাল বেনারসিতে সামান্থা সবসময় মতোই ছিলেন মনকাড়া। আর সাদা কুর্তা-পাজামা এবং নেহেরু জ্যাকেটে পরিপাটি রাজ। তবে নজর কাড়ল সামান্থার বিশাল হিরের আংটি—যা নাকি তাঁকে এর আগেও একাধিকবার পরতে দেখা গিয়েছে।
সামান্থা যখন বিয়ের ছবিগুলি প্রকাশ করেন, ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় কমেন্ট বক্স। কিন্তু অধিকাংশের দৃষ্টি ছিল তাঁর বিয়ের আংটির দিকেই। কাট, ক্ল্যারিটি, সাইজ—সব মিলিয়ে এটি বিরল এবং দৃষ্টিনন্দন। কিন্তু চমক হল, এই আংটি সামান্থার ইনস্টাগ্রামে আগেই দেখা গিয়েছে! ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারির এক পোস্টে অভিনেত্রী একটি ক্লোজ-আপ শেয়ার করেছিলেন, যেখানে তাঁর হাতে একই আংটি স্পষ্ট দেখা যায়। আরও কয়েকটি ছবিতেও ওই আংটি নজরে এসেছে। ফলত জল্পনা—তাহলে কি বছরের শুরুতেই চুপিসারে বাগদান সারেন সামান্থা ও রাজ? নাকি এটি অন্য কোনও আংটি?
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Samantha (@samantharuthprabhuoffl)
তবে সত্যতা জানেন শুধুই নবদম্পতি। বাগদানের গল্প শোনার জন্য অপেক্ষায় থাকতে হবে আরও কিছুটা সময়।
সামান্থা এবং রাজের পেশাগত বন্ধনও দীর্ঘদিনের। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন টু এবং ‘সিটাডেল: হানি বানি’–তে সামান্থা অভিনয় করেছেন, আর রাজ ছিলেন পরিচালকের ভূমিকায়। আবারও তাঁদের জুটি দেখা যাবে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এ, যেখানে রাজ নিদিমোরু রয়েছেন সহ-স্রষ্টা ও প্রযোজক হিসেবে।
সামান্থা রুথ প্রভু এর আগে অভিনেতা নাগা চৈতন্যকে ২০১৭ সালে বিয়ে করেছিলেন এবং ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। অন্য দিকে, রাজ নিদিমোরু ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত শ্যামালি দে-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।
কয়েকদিন আগে নিজের সুগন্ধি ব্র্যান্ডের এর উদ্বোধন অনুষ্ঠানে সামান্থাকে রাজের সঙ্গে দেখা যায়। এক ছবিতে তাঁরা একে অপরকে আলিঙ্গন করে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। সামান্থা রাজের কোমরে হাত রেখেছেন, রাজও তাঁকে আলতো করে জড়িয়ে রেখেছেন। অন্য ছবিতেও তাঁদের একসঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে। ছবিগুলির মধ্যে একটিতে অভিনেত্রী তামান্না ভাটিয়াও উপস্থিত ছিলেন। তখন থেকেই রাজ এবং সামান্থার সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়। এবার তাতে শিলমোহর বসালেন তাঁরা নিজেই।