তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল শুক্রবার তাঁদের প্রথম সন্তানের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাঁদের এই সুখবর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, এবং বলিউডের বহু সহকর্মী দম্পতিকে শুভেচ্ছা জানান।

তবে এরই মধ্যে একটি ভুয়ো স্ক্রিনশট নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়েছিল যে ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সলমন খান নাকি পোস্টের নিচে মন্তব্য করেছেন, ‘এইসব ব্যক্তিগত বিষয় ইন্টারনেটে দিও না, বন্ধু।’

কিন্তু বাস্তবে এমন কোনও মন্তব্যই সলমন করেননি। সূত্র অনুযায়ী, ভাইরাল হওয়া ছবিটি সম্পূর্ণ ভুয়ো। মূল পোস্টে সলমনের এমন কোনও প্রতিক্রিয়া ছিল না।

শুক্রবার দম্পতি আনুষ্ঠানিকভাবে সন্তানের আগমনের খবর জানিয়ে ইনস্টাগ্রামে লেখেন, ‘আমাদের ছোট্ট আনন্দের ঝুড়ি এসে গিয়েছে। অফুরন্ত ভালবাসা এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি।’

পোস্টটির সঙ্গে যুক্ত ছিল একটি মিষ্টি ছবি— টেডি বিয়ার-সহ এক ছোট্ট দোলনা, যা নতুন জীবনের সূচনা বোঝাচ্ছিল। মুহূর্তের মধ্যেই সেই পোস্টে লাখ লাখ লাইক এবং শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে।

সেপ্টেম্বরে ক্যাটরিনা এবং ভিকি একটি মিষ্টি ছবি দিয়ে জানিয়েছিলেন যে তাঁরা শীঘ্রই বাবা-মা হতে চলেছেন। সাদা পোশাকে দু’জন একসঙ্গে দাঁড়িয়ে ছিলেন, আর ভিকি ক্যাটরিনার বেবি বাম্পে হাত রেখেছিলেন। সেই ছবির ক্যাপশন ছিল, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে— ভালবাসা ও কৃতজ্ঞতায় ভরা হৃদয়ে।’

ক্যাটরিনা এবং ভিকি ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস রিসর্ট, ফোর্ট বারওয়ারায় এক রাজকীয় অনুষ্ঠানে বিয়ে করেন। সেই থেকে তাঁরা নিজেদের সম্পর্ক বরাবরই ব্যক্তিগত রাখলেও, দু’জনের ভালবাসা এবং বোঝাপড়া বারবার প্রকাশ পেয়েছে তাঁদের রসায়নে।

সর্বভারতীয় সংবাদমাধ্য সূত্রে খবর অনুযায়ী, হাসপাতাল জানিয়েছে, “অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল শুক্রবার সকালে এইচএন রিলায়েন্স হাসপাতালে আশীর্বাদরূপে এক পুত্রসন্তান পেয়েছেন। ক্যাটরিনা এবং শিশু উভয়েই সুস্থ। মায়ের এবং সদ্যোজাতর শারীরিক অবস্থা স্থিতিশীল।” সংবাদ অনুযায়ী, ভিকি-ক্যাটরিনার সন্তান শুক্রবার সকাল ৮:২৩:১৮ মিনিটে জন্মগ্রহণ করেছে।

আনন্দের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন তারকা তাঁদের অভিনন্দন জানিয়েছেন। রাজকুমার রাও লিখেছেন, ‘হৃদয়ের গভীর থেকে অভিনন্দন। এটি সবচেয়ে সুন্দর অনুভূতি। ঈশ্বর তোমাদের এবং ছোট্ট শিশুটিকে আশীর্বাদ করুন।’

করিনা কাপুর খান বিশেষ একটি শুভেচ্ছা বার্তা পাঠান ক্যাটরিনার জন্য। তিনি ‘পুত্র সন্তানদের মায়েদের ক্লাব’-এ স্বাগত জানালেন ক্যাটরিনাকে। পাঠালেন শুভেচ্ছাও। বলিউডের ‘পু’ এদিন এই সুখবর শুনেই লেখেন, ‘ক্যাট, পুত্র সন্তানদের মায়েদের ক্লাবে তোমায় স্বাগত। তোমার আর ভিকির জন্য খুব খুশি।’ কেবল করিনা নন, প্রিয়াঙ্কা চোপড়া-সহ কৃতি শ্যানন আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
 
ভূমি পেডনেকর লেখেন, ‘শুভেচ্ছা।’ ক্যাটরিনা এবং ভিকিকে ভালবাসা জানিয়ে কৃতি লেখেন, ‘তোমাদের দু’জনকেই শুভেচ্ছা। আর এই নতুন অধ্যায়ের জন্য অনেক অনেক ভালবাসা।’ অস্কারজয়ী পরিচালক গুণিত মোঙ্গা লেখেন, ‘অনেক শুভেচ্ছা। ভালবাসা এবং আশীর্বাদ নিও।’ প্রিয়াঙ্কা চোপড়া এদিন ভিকির করা পোস্টটি শেয়ার করে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভেচ্ছা ক্যাটরিনা, ভিকি।’